বাংলারজমিন

কেরানীগঞ্জে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

২০১৯-১১-০৪

কেরানীগঞ্জে এক মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ওই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। নিহত ছাত্রের নাম মো. শুভ হাসান (৭)। আর আটককৃত শিক্ষকের নাম হাফেজ আবদুল মোক্তাদির (৩২)। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় গত শনিবার রাতে। গতকাল সকাল ১১টায় কেরানীগঞ্জ সার্কেল এডিশোনাল এসপি রামানন্দ সরকার ঘটনস্থল মাদ্রাসা প্রাঙ্গন পরিদর্শন করেছেন এবং নিহত শুভ হাসানের পরিবারের সাথেও কথা বলেছেন। এই ঘটনায় নিহত শুভ হাসানরে খালা ঝুমুর আহমেদ বাদী হয়ে শিক্ষক হাফেজ আব্দুল মোক্তাদিরকে আসামী করে গত শনিবার রাত ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত শুভ হাসানের বাড়ি বরিশালের উজিরপুর থানার ষোল গ্রামে। তার বাবার মো. দেলোয়ার হোসেন। সে দোলেশ্বর ঢালাই বাড়ি এলাকায় খালার বাসায় থাকতো।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইমরান উকিল জানান, নিহত শুভ হাসান ও তার ছোট ভাই শান্ত হোসেন (৬) দোলেশ্বর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র। তারা ওই মাদ্রাসায় থেকেই লেখাপড়া করে। গত শুক্রবার মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল মোক্তাদির ছাত্র শুভ হাসানকে তার রুমে ডেকে নিয়ে বেয়াদপির অভিযোগে এনে শুভ হাসানকে লাঠি দিয়ে বেদম মারধর করে। এতে শুভ হাসান অসুস্থ হয়ে পড়ে। শনিবার সকালে সে আরো গুরুতরভাবে অসুস্থ হলে মাদ্রাসার ছাত্ররা শুভ হাসানের খালা ঝুমুর আহমেদকে খবর দেয়। এতে তারা দ্রুত শুভ হাসানকে বসুন্ধরা আদদীন হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার সময় শুভ হাসান মৃত্যুর কোলে ঢলে পড়ে। রাতেই ওই মাদ্রাসার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতির সহায়তায় শিক্ষক হাফেজ আব্দুল মোক্তাদির কে আটক করা হয়। আটকের পর সে পুলিশকে জানায়, তার সাথে বেয়াদবি করার জন্য ছাত্র শুভ হাসানকে লাঠি দিয়ে সে বেদম পিটিয়েছে। দোলেশ্বর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী সুলতান মোহাম্মদ সাইফুল জানান, তাদের মাদ্রাসাটি প্রায় ৫৫/৬০ বছরের পুরাতন। তাদের মাদ্রাসায় ছাত্রদের বেত্রাঘাত করা সম্পূর্ণ নিষেধ। অভিযুক্ত শিক্ষকের তারাও শাস্তি দাবি করেন।


 
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status