বিশ্বজমিন
কোয়ারেন্টিন হোটেল থেকে পলায়ন, দম্পতিকে আটক করলো ডাচ পুলিশ
মানবজমিন ডেস্ক
২০২১-১১-২৯
কোভিড কোয়ারেন্টিন থেকে পালানোর পর একটি দম্পতিকে আটক করেছে ডাচ পুলিশ। পরে ওই দুজনকে দেশের স্বাস্থ্য কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয়। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে আমস্টারডামে আসা দুটি বিমানে ১৩ জনের মধ্যে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। সবমিলিয়ে ওই বিমানগুলোতে ৬১ জনের কোভিড শনাক্ত হয়েছে। এরপরই দেশটিতে কোয়ারেন্টিন নিয়ে কড়াকড়ি শুরু হয়। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি, আটক দম্পতি ওই বিমানে ছিল কিনা।
তাদেরকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেনামারল্যান্ড প্রদেশের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। এখানেই দক্ষিণ আফ্রিকা থেকে আসাদের কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। কিন্তু ওই দম্পতি সেখান থেকে পালিয়ে যান। বিবিসির খবরে জানানো হয়েছে, ডাচ কোয়ারেন্টিন আইন ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।
তাদেরকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেনামারল্যান্ড প্রদেশের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। এখানেই দক্ষিণ আফ্রিকা থেকে আসাদের কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। কিন্তু ওই দম্পতি সেখান থেকে পালিয়ে যান। বিবিসির খবরে জানানো হয়েছে, ডাচ কোয়ারেন্টিন আইন ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।