ভারত
কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর, অবস্থা খারাপ হলে সিদ্ধান্ত বদল
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২১-১১-২৭
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রন ভাইরাসের উপস্থিতি দক্ষিণ আফ্রিকায় আছে বলে জানিয়েছে, তাও ভারতীয় ক্রিকেট বোর্ড সে দেশে সফর বাতিল করছে না। ভারতীয় বোর্ড কর্তারা শনিবার সকালে একটি ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় ক্রিকেট দল তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য ১৭ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা যাচ্ছে। ৪১ দিনের সফর শেষ হবে ২৬ জানুয়ারি। ভারত জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ান, কেপটাউন ও পার্স এ খেলবে।
ভারতীয় দল চার্টার্ড বিমানে ভ্রমণ করবে এবং বায়োবাবলে থাকবে বলে দক্ষিণ আফ্রিকায় নেমে তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে না। ভারতীয় বোর্ড সফর জারি রাখার ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছে। বৎসওয়ানাতে তিনটি এবং দক্ষিণ আফ্রিকার মেনল্যান্ডে ছটি ওমিক্রন ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে। যদি পরিস্থিতি খারাপ হয় তখন বোর্ড সিদ্ধান্ত বিবেচনা করবে।
ভারতীয় দল চার্টার্ড বিমানে ভ্রমণ করবে এবং বায়োবাবলে থাকবে বলে দক্ষিণ আফ্রিকায় নেমে তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে না। ভারতীয় বোর্ড সফর জারি রাখার ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছে। বৎসওয়ানাতে তিনটি এবং দক্ষিণ আফ্রিকার মেনল্যান্ডে ছটি ওমিক্রন ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে। যদি পরিস্থিতি খারাপ হয় তখন বোর্ড সিদ্ধান্ত বিবেচনা করবে।