বিনোদন

মুখ খুললেন দীপিকা

বিনোদন ডেস্ক

২০২২-০২-১১

দীপিকা ও রণবীর বলিউডে অন্যতম জুটি। যদিও তারা একে অপরের থেকে অনেকটাই আলাদা। তবু দীপবীর জুটি সবসময় চর্চার কেন্দ্রবিন্দুতে। ১১ই ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম সিনেমা মুক্তি পাবে দীপিকার ছবি গেহরাইয়া। সেখানেই দেখা যাবে তুতোবোনের বরের প্রতি তীব্র আকর্ষণ আলিশার। খানিকটা নিষিদ্ধ প্রেমের গল্পের আখ্যান এই ছবি। যার জেরে টালমাটাল আলিশার ‘ম্যারেড লাইফ’। আজকের মডার্ন জীবনে সম্পর্কের এমনই জটিলতা এবার পর্দায় তুলে ধরছেন পরিচালক শকুন বত্রা। এই ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে, ধৈর্য্য কারওয়ারা। ‘গেহরাইয়া’তে দীপিকার তুতো বোনের চরিত্রে রয়েছেন অনন্যা। তার হবু বর সিদ্ধান্তের সঙ্গেই অন্তরঙ্গতায় মজতে দেখা যাবে দীপিকাকে। ছবির ট্রেলার ও গানে দীপিকা ও সিদ্ধান্তের অন্তরঙ্গ দৃশ্য রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে দর্শক মহলে। রণবীরের গল্লি বয় কো-স্টারের সঙ্গে দীপিকার মাখোমাখো রসায়ন নজর কাড়ছে সকলেরই। কেউ কেউ প্রশংসা করছেন, কেউ সমালোচনা করছেন। তবে দীপিকা ও সিদ্ধান্তের অনবদ্য কেমিস্ট্রিকে অস্বীকার করতে পারছেন না কেউই। রণবীরের সঙ্গে বিয়ের পর প্রথমবার এতটা সাহসী দৃশ্যে অভিনয় করলেন দীপিকা। ছবিতে নায়িকাকে একাধিক দৃশ্যে সিদ্ধান্তের সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনে দেখা গেছে। এই নিয়ে কী রণবীরের অনুমতি নিতে হয়েছে তাকে? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়িকা। এক সাক্ষাৎকারে এই নিয়ে দীপিকা বলেন, এটা খুব বোকা বোকা যে, আমাকে এই নিয়ে মন্তব্য করতে হচ্ছে। আমি কখনো সোশ্যাল মিডিয়ার কমেন্ট পড়ি না। এবং আমার মনে হয় রণবীরও পড়ে না, সত্যি বলতে এটা খুব বিচ্ছিরি একটা ব্যাপার। দীপিকা হাসিমুখে বলেন, আমরা যে ছবিটা বানিয়েছি সেটা নিয়ে রণবীর গর্বিত, আর আমার পারফরম্যান্স নিয়েও। এই ছবির অন্তরঙ্গ দৃশ্য শুট করবার জন্য নিয়োগ করা হয়েছিল একজন ঘনিষ্ঠ দৃশ্য বিশেষজ্ঞ পরিচালক। ইউক্রেনিয়ান বংশোদ্ভূত পরিচালক ডর গাই এই দায়িত্ব পালন করেছেন। পরিচালক শকুন বত্রার কথায় এই ছবি হলো, এই যুগের পরিণত বয়সের সম্পর্কের একটা বাস্তব প্রতিচ্ছবি। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতাদের।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status