বিনোদন
‘টান’ মুক্তি আজ
স্টাফ রিপোর্টার
২০২২-০১-২৭
আজ মুক্তি পেতে যাচ্ছে চরকি অরিজিন্যাল সিনেমা ‘টান’। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি চরকির এ বছরের প্রথম সিনেমা। বৃহস্পতিবার রাত ৮টা থেকে ছবিটি দেখা যাবে চরকিতে। নির্মাণের সময় থেকেই আলোচনায় ছিল এই ছবি। কেননা প্রথমবারের মতো এই সিনেমার মাধ্যমে একসঙ্গে দেখা যাবে এই সময়ের ব্যস্ত দুই তারকা অভিনেতা সিয়াম আহমেদ ও শবনম বুবলীকে। প্রথম টিজার প্রকাশের পর ক্যামেরায় বুবলি-সিয়ামের রসায়ন ও লুক নিয়ে বেশ আলোচনা হয়েছে। দর্শকরাও সেটা লুফে নিয়েছে। সিয়াম ও বুবলীর সঙ্গে টান-এ দেখা যাবে সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ফারজানা ছবি প্রমুখকে। টান নিয়ে বুবলী বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘টান’-এর টিমটা আমার জন্য নতুন হলেও মানিয়ে নিতে আমার কোনো সমস্যাই হয়নি। রাফি ভাই খুব সুন্দর করে সিনগুলা ব্রিফ করতেন। আর সিয়াম কো আর্টিস্ট হিসেবে এত চমৎকার যে আমার মনেই হয়নি তার সঙ্গে আমি প্রথম কাজ করছি। এ সিনেমা নিয়ে সিয়ামও বেশ আশাবাদী। তিনি বলেন, টান এ বছরে আমার প্রথম সিনেমা। সিনেমাটায় আমাদের অনেকের অনেক প্রথম কিছু নিয়ে নির্মিত হয়েছে। রাফির সঙ্গে আমার এর আগেও কাজ হয়েছে কিন্তু বুবলীর সঙ্গে আমার সেটে গিয়েই পরিচয়। তারপরও সবাইকে অবাক করে দিয়ে বুবলী অসাধারণ কাজ করেছেন। আমার
বিশ্বাস দর্শক একদম ভিন্নধরনের একটি কনটেন্ট দেখবে। পরিচালক রায়হান রাফি বলেন, চরকির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এই সিনেমার গল্পটা নিয়ে আমি প্রথম থেকেই এক্সসাইটেড ছিলাম। শিল্পীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার কারণে কাজটা অল্প সময়ে শেষ করা সম্ভব হয়েছে।
বিশ্বাস দর্শক একদম ভিন্নধরনের একটি কনটেন্ট দেখবে। পরিচালক রায়হান রাফি বলেন, চরকির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এই সিনেমার গল্পটা নিয়ে আমি প্রথম থেকেই এক্সসাইটেড ছিলাম। শিল্পীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার কারণে কাজটা অল্প সময়ে শেষ করা সম্ভব হয়েছে।