বিনোদন
রোজার ঈদে ‘গলুই’
স্টাফ রিপোর্টার
২০২২-০১-০২
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের প্রথম সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’ মুক্তির প্রস্তুতি পর্ব চলছে। এসএ হক অলিক পরিচালিত সিনেমাটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। তারপর থেকেই সিনেমাটির মুক্তি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। সিনেমাটির পরিচালক এসএ হক অলিক বলেন, একটি সিনেমা মানে একটি স্বপ্ন। টানা শুটিং শেষ করে ডাবিং করেছি। গত সপ্তাহে সেন্সর ছাড়পত্র পেয়েছি। এখন দর্শকের জন্য প্রেক্ষাগৃহে দিতে চাই। কবে মুক্তি পাচ্ছে সিনেমাটি? জিজ্ঞেস করলে ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, বড় বাজেটের সিনেমা এটা। আমরা উৎসবে মুক্তি দিতে চাই। আপাতত আমাদের পরিকল্পনায় রোজার ঈদ। শাকিব খান বলেন, খুব পরিচ্ছন্ন একটি সিনেমা ‘গলুই’। অনেক যত্ন নিয়ে কাজটি করেছি। সিনেমাটি দর্শকদের হলমুখী করবে। সিনেমাটিতে দেখা যাবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প। শুটিং হয়েছে টাঙ্গাইল জেলা ও জামালপুরের নদী তীরবর্তী এলাকায়। ‘গলুই’ চলচ্চিত্রটিতে শাকিবের চরিত্রের নাম লালু। পেশায় ঢুলি। নৌকা চালাতেও তার নামডাক আছে। শাকিবের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরি। আরও অভিনয় করেছেন- সুচরিতা, আলীরাজ, সুব্রত, আজিজুল হাকিম প্রমুখ।