বিনোদন
আসছে মেহরাবের ‘পৃথিবীর মায়া’
স্টাফ রিপোর্টার
২০২১-১২-০১
নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকা মেহরাব। গানের শিরোনাম ‘পৃথিবীর মায়া’। গানটি লিখেছেন শোয়েব লিয়াকত। সুর করেছেন মেহরাব ও শোয়েব। আর সংগীতায়োজন করেছেন মেহরাব। গানটি ভিডিওসহ প্রকাশ হবে মেহরাবের নিজের ইউটিউব চ্যানেলে। এ বিষয়ে তিনি বলেন, নতুন এ গানের কথা-সুরে অন্যরকম টান রয়েছে। এর কথার সঙ্গে মিল রেখে একটি মিউজিক ভিডিও তৈরি হচ্ছে। আর সেই ভিডিওতে থাকছে অনেক চমক। খুব দ্রুতই সে বিষয়ে জানাবো।