বিনোদন
একসঙ্গে মৌ-তমালিকা
স্টাফ রিপোর্টার
২০২১-১১-৩০
এক সময়ের ব্যস্ত অভিনেত্রী তমালিকা কর্মকারকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন দেশের শীর্ষ মডেল সাদিয়া ইসলাম মৌ। তাদের চোখে-মুখে উচ্ছ্বাস। তমালিকা কর্মকারের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ছবিতে এমনভাবে ধরা দিয়েছেন এই দুই তারকা। তমালিকা এখন যুক্তরাষ্ট্রে থাকেন। সেখানেই উড়ে গেছেন মৌ। দীর্ঘদিন পর সেখানেই তাদের দেখা। তমালিকা একটি ভিডিও ক্লিপ ছবির সঙ্গে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, ‘ও আমার দেশের মাটি’ গানের সঙ্গে নাচের মুদ্রা অনুশীলন করছেন মৌ।