বিনোদন
‘লিডার আমিই বাংলাদেশ’-এ মিশা
স্টাফ রিপোর্টার
২০২১-০৯-২৩
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’-এ অভিনয় করছেন চলচ্চিত্রের জাঁদরেল খল অভিনেতা মিশা সওদাগর। সিনেমাটির শুটিংয়ের জন্য সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরেছেন তিনি। গত মঙ্গলবার মিশাকে চুক্তি করিয়েছেন ছবিটির পরিচালক তপু খান। গতকাল থেকেই ‘লিডার আমিই বাংলাদেশ’র শুটিংয়ে নেমেছেন এ অভিনেতা। টানা ৫ দিন শুটিং করবেন তিনি। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। সর্বশেষ ‘বীর’ সিনেমায় শাকিব-মিশাকে একসঙ্গে দেখা গিয়েছিল। নতুন করে আবারো জনপ্রিয় এ নায়ক-ভিলেনকে পর্দায় লড়তে দেখা যাবে। পরিচালক তপু খান বলেন, মিশা ভাই খল চরিত্রে অভিনয় করবেন। তবে গতানুগতিক খলনায়ক নয়। মিশা সওদাগর বলেন, সিনেমাকে ভালোবাসি। তাই একটি ভালো সিনেমার টানে আমেরিকায় গিয়ে ৭ দিনের মধ্যে আবার ফিরে এসেছি। অনেকদিন পর শাকিবের সঙ্গে আবার অনস্ক্রিনে আসছি। আশা করছি খুব ভালো কিছু হবে। শাকিব-মিশা ছাড়াও এতে অভিনয় করছেন শবনম বুবলী, সিয়াম নাছের, ফখরুল বাশার, মিলি বাশার প্রমুখ। সিনেমাটির শুটিং একেবারে শেষের দিকে বলে জানা গেছে।