বিনোদন
গাড়ি ছেড়ে সাইকেলে রণবীর!
বিনোদন ডেস্ক
২০২০-১০-১২
গাড়ি ছেড়ে এখন সাইকেলেই মন মজেছে রণবীর কাপুরের। গতকাল রবিবার, মুম্বইয়ের রাস্তায় ফের কয়েকজন সঙ্গীকে নিয়ে পরিবেশ বান্ধব বাহন সাইকেল নিয়েই বেরিয়ে পড়লেন রণবীর। নিজের বান্দ্রার বাড়ি থেকে জুহু পর্যন্ত সাইকেল চালিয়ে যেতে দেখা যায় রণবীর কাপুরকে। প্রসঙ্গত জুহুতেই থাকেন আলিয়া ভাট। রণবীরকে তার জন্মদিনে এই সাইকেলটি তার হবু স্ত্রী আলিয়াই কিনে দিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি মা নীতু কাপুরকে সঙ্গে নিয়ে পালি হিল এলাকায় পুরনো বাড়িতে গিয়েছিলেন রণবীর, সেখান থেকেও রণবীর সাইকেল চড়েই বাড়ি ফেরেন। রণবীর যে পরিবেশ বান্ধব সাইকেলটি কিনেছেন, সেটি কোপেনহেগেন-এর একটি কোম্পানির তৈরি। রণবীর কাপুরের এই পরিবেশ বান্ধব বাহন সাইকেলটির দাম ৫৮ হাজার টাকা।