বিনোদন
আবৃত্তি পদক পাচ্ছেন আসাদুজ্জামান নূর
স্টাফ রিপোর্টার
২০১৯-০২-১৭
এ বছর গোলাম মুস্তাফা আবৃত্তি পদক পাচ্ছেন দেশের খ্যাতিমান অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর এমপি। আগামী ২০শে ফেব্রুয়ারি বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে গোলাম মুস্তাফার স্মরণানুষ্ঠানে এ পদক প্রদান করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোলাম মুস্তাফাকন্যা সুবর্ণা মুস্তাফা। পদকের আর্থিক মূল্য হিসেবে ১ লাখ টাকার চেক, উত্তরীয় ও পদক প্রদান করা হবে। উল্লেখ্য, আসাদুজ্জামান নূর এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।