বিনোদন
‘জ্যাম’ শুরু করলেন তারা
স্টাফ রিপোর্টার
২০১৮-১২-০৮
এক দশক পর প্রয়াত নায়ক মান্নার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি থেকে নতুন ছবি নির্মিত হচ্ছে। ছবির নাম ‘জ্যাম’। সম্প্রতি এ ছবির শুটিং শুরু করেছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। ফেরদৌস গতকাল বলেন, এরইমধ্যে এ ছবির কাজ শুরু করেছি আমি ও পূর্ণিমা। বেশ ভালোভাবে কাজ এগিয়ে চলছে। ছবিটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। গত জুলাই মাসে রাজধানীর ঢাকা ক্লাবে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এ ছবিতে ফেরদৌস-পূর্ণিমা ছাড়াও অভিনয় করবেন আরিফিন শুভ, ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছবির মূল ভাবনা প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর। কাহিনী বিন্যাস করেছেন শেলী মান্না। নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি থেকে ‘লুটতরাজ’, ‘লাল বাদশা’, ‘আমি জেল থেকে বলছি’, ‘আব্বাজান’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’, ‘পিতা-মাতার আমানত’সহ বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্র নির্মিত হয়েছে। কৃতাঞ্জলির ব্যানারে সবশেষ নির্মিত হয় এফ আই মানিক পরিচালিত ‘পিতা-মাতার আমানত’। সবশেষ গত বছরের শেষদিকে মুক্তি পাওয়া জায়েদ খান ও পরীমনি অভিনীত ‘অন্তর জ্বালা’ ছবির পরিবেশনা করে প্রতিষ্ঠানটি।