বিনোদন
কঙ্গনার কড়া আক্রমণ তারকাদের
বিনোদন ডেস্ক
২০২১-০৫-২০
যেসব তারকা কোভিড সাহায্যে ফ্যানদের কাছে অনুদান চেয়ে পোস্ট করেছেন তাদের এবার একহাত নিলেন কঙ্গনা রানাউত। নিজে বড়লোক হয়ে গরীবদের থেকে দয়া করে ভিক্ষা চাইবেন না, কড়া আক্রমণ অভিনেত্রীর। এই অতিমারিতে যা শিখলেন বলে কঙ্গনা জানাচ্ছেন, কোভিডের বিরুদ্ধে সাহায্যে যে কেউ এগিয়ে আসতেই পারেন। প্রত্যেকের গুরুত্ব রয়েছে। কিন্তু নিজের অবস্থানটা বোঝা জরুরি। ধনীরা অনুদান সংগ্রহ করার কোনো মানেই হয় না। ধনীরা নিজের টাকায় সাহায্য করুন। এছাড়াও পরিবেশ বাঁচানোর বার্তা দেন অভিনেত্রী। প্রসঙ্গত, মাসখানের আগেই ভারতকে কোভিড সাহায্যের জন্য অনুদান সংগ্রহ শুরু করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এখনও পর্যন্ত ২২ কোটি টাকায় পৌঁছেছে তহবিল। অনুদান সংগ্রহ করেছেন বিরাট-অনুস্কাও। তাদের তহবিল এখনও পর্যন্ত ১১ কোটি ছুঁয়েছে।