দেশ বিদেশ

দেশে অভাবনীয় উন্নয়নের জন্য বিশ্বে জননন্দিত নেত্রী শেখ হাসিনা: এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি

২০২১-১১-৩০

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশের বিভিন্নখাতে অভাবনীয় উন্নয়ন করে বিশ্ব দরবারে জননন্দিত নেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার জন্যই বাঙালি জাতী এখন পুরো বিশ্বের কাছে সম্মানিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্যই আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে উপজেলার ১২ টি মৎস্যজীবী গ্রাম সমিতির সহায় সম্বলহীন ৫৩ জন মৎস্যজীবীর মাঝে মোট ৫ লক্ষ ৩০ হাজার টাকার চেক বিতরণকালে এমপি শাওন এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে ও এসডিএফ লালমোহন উপজেলার ক্লাস্টার অফিসার লাভলু বড়ুয়ার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status