অনলাইন

সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা

গফরগাঁওয়ে ডিজিটাল আইনের মামলায় দুই যুবক গ্রেপ্তার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

২০২১-১১-০৩

দৈনিক সমকাল প্রতিনিধি, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবকে নিয়ে কুৎসা রটনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জিসান মিয়া (৩২) ও মোঃ নাজমুল কবির (২৭) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে এসআই সঞ্জয়ের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জিসান বাগবাড়ি গ্রামের শহীদ ফকিরের এবং নাজমুল একই গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।
পাগলা থানা পুলিশ ও দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, লংগাইর ইউনিয়নের ৭/৮ জন যুবকের একটি গ্রুপ পরস্পর যোগসাজশে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নিজেদের আইডি ও ফেক আইডি থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর তথ্য প্রকাশ করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। এ ঘটনায় গফরগাঁও প্রেস ক্লাবের সভাপতি ও লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বাদী হয়ে গত ২৯শে অক্টোবর অজ্ঞাতনামা ৩ জনসহ ৯ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় পাগলা থানায় একটি মামলা দায়ের করে।
পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status