ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

রকমারি

৪০ টি দেশে ১০০ জনকে আত্মহত্যায় সহায়তা করার জন্য গ্রেফতার কানাডিয়ান ব্যক্তি

মানবজমিন ডিজিটাল

(৪ মাস আগে) ১২ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৫:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

mzamin

কেনেথ ল, কানাডার অন্টারিওর ৫৮ বছর বয়সী প্রাক্তন শেফ। আত্মহত্যায় সহায়তা করার অভিযোগের পাশাপাশি আরও গুরুতর অভিযোগের মুখোমুখি হয়েছেন তিনি। তার আইনজীবী নিশ্চিত করেছেন যে কেনেথের বিরুদ্ধে সেকেন্ড-ডিগ্রি হত্যার ১৪টি অভিযোগ আনা হয়েছে। কেনেথের বিরুদ্ধে 'বিষ বিক্রির' অভিযোগ আনা হয়েছে তিনি এখন একাধিক মৃত্যুর জন্য দায়ী। নিউমার্কেটের অন্টারিও কোর্ট অফ জাস্টিসের অফিসিয়াল নথিতে বলা হয়েছে যে, ল মোট ২৮ টি অভিযোগের মুখোমুখি হয়েছেন, ১৪টি আত্মহত্যায় সহায়তা করার জন্য এবং অন্য ১৪টি দ্বিতীয়-ডিগ্রি হত্যার জন্য। সরকারি রেকর্ড এবং বিবৃতি, মিডিয়া রিপোর্ট এবং সিবিসি নিউজ দ্বারা পরিচালিত পরিবারের সাথে সাক্ষাৎকারের পর জানা যাচ্ছে যে বিশ্বজুড়ে ১১৭ জনের  মৃত্যুর পেছনে কেনেথের হাত থাকতে পারে। 

কেনেথ ল ২০২০ সাল থেকে ৪০ টিরও বেশি দেশের মানুষের  কাছে ১২০০ টি বিষের প্যাকেট পাঠিয়েছেন বলে মনে করা হচ্ছে। বৃটেনে, কমপক্ষে ২৭২ জন লোক ল'র ওয়েবসাইট থেকে পণ্য কিনেছিল এবং তাদের মধ্যে ৮৮ জন মারা গেছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। নিউজিল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, জার্মানি এবং সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ল তাদের নিজ নিজ দেশের ঠিকানায় বিষের প্যাকেজগুলি প্রেরণ করেছে। 

অন্টারিওর বাইরে একাধিক কানাডিয়ান পুলিশ বাহিনীও কেনেথ ল -এর বিরুদ্ধে অভিযোগের আলোকে অতীতের আকস্মিক মৃত্যুর ঘটনাগুলি পর্যালোচনা করছে। বর্তমানে, কেনেথ ল তার অনলাইন উদ্যোগের সাথে সম্পর্কিত আন্তর্জাতিকভাবে কোনো অভিযোগের সম্মুখীন হননি। তবে  নিউজ পোর্টাল থেকে প্রাপ্ত তথ্য অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে এফবিআই এই বিষয়ে তদন্ত অগ্রসর হচ্ছে বলে অনুমান করা হচ্ছে।

পেনসিলভানিয়ার পুলিশ আগে সিবিসি নিউজকে বলেছিল যে সেই রাজ্যে একজন কিশোরের মৃত্যুর সঙ্গে কেনেথের কোনো যোগসাজশ আছে কিনা তার তদন্তের জন্য এফবিআইকে দায়িত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞাপন
জেরাল্ড কোন, যার ভাই বেঞ্জামিন ফেব্রুয়ারিতে আত্মহত্যা করেছিলেন তিনি বলেছেন যে এই সংক্রান্ত মামলার বিষয়ে গত সপ্তাহে এফবিআই এজেন্টদের সাথে দেখা করেছিলেন।

সূত্র :  এনডিটিভি

পাঠকের মতামত

কত বড় কমিন এই লোক ।

Kazi
১৪ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৩:১২ পূর্বাহ্ন

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status