ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

রকমারি

দীর্ঘতম চুলের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

মানবজমিন ডিজিটাল

(৭ মাস আগে) ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৫:৩৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১০ পূর্বাহ্ন

mzamin

আগে বলা হতো কেশ নারীর বেশ। কিন্তু এখন দিনকাল বদলেছে। মেয়েরা এখন ছোট চুলে অভ্যস্ত আর ছেলেরা চুল বাড়িয়ে দিব্যি ঝুঁটি বেঁধে ঘুরে বেড়াচ্ছে। ভারতের  উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার ১৫ বছরের কিশোর সিদাকদীপ সিং চাহাল লম্বা চুল রাখার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। শিখ পরিবারের ছেলে চাহাল তার ধর্মীয় বিশ্বাসের কারণে পুরো জীবনে কখনও চুল কাটেননি। যার জন্য চাহালের চুলের দৈর্ঘ্য এখন ১৪৬ সেন্টিমিটার (৪ ফুট এবং ৯.৫ ইঞ্চি)। সংবাদ সংস্থা এএনআই-এর সাথে একটি সাক্ষাৎকারে, চাহাল জানান লম্বা চুলের জন্য তিনি একাধিকবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তার বন্ধুদের সঙ্গে ঝগড়াও লেগেছে।  

চাহাল বলেন -''আমি যখন আমার চুল  শুকোতে দিতাম  তখন আমার বন্ধুরা আমাকে উত্ত্যক্ত করত। তারা আমাকে মেয়ে বলে ডাকত।

বিজ্ঞাপন
কিন্তু, আমি কখনই এটিকে খারাপভাবে নিই নি। আমি এটিকে প্রেরণা হিসেবে নিয়েছিলাম। এখন, আমার সেই বন্ধুরাই  গিনেস ওয়ার্ল্ড রেকর্ড  গড়ার পর আমাকে অভিনন্দন জানিয়েছে। ''তার মা শৈশব থেকেই তার চুলের যত্ন নিতেন। সপ্তাহে দুবার চুল ধুয়ে দিতেন। প্রতিবার এটি ধোয়া, শুকানো এবং ব্রাশ করার জন্য কমপক্ষে এক ঘণ্টা সময় ব্যয় করতেন ছেলের পেছনে। চাহাল শিখদের রীতি মেনে চুল গুটিয়ে পাগড়ির নিচে ঢেকে রাখতেন। চাহাল এএনআই কে বলেছেন- '' আমি শিখ ধর্মকে অনুসরণ করি এবং আমাকে চুল কাটাতে নিষেধ করা হয়েছে। আমার চুলকে এই দৈর্ঘ্যে আনতে আমাকে অনেক যত্ন নিতে হয়েছিল। আমার পরিবারের সমর্থন ছাড়া এটি সম্ভব ছিল না। ''শুধু তাই নয়, চাহাল ১৮ বছর বয়সে  বিশ্বের সবচেয়ে লম্বা চুলের খেতাব পাওয়ার  লক্ষ্যে রয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে  এই রেকর্ডের বর্তমান কোনো নজির নেই।

সূত্র :  ইন্ডিয়া টুডে

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status