ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

চলতি বছরে ৩শ’ কোটি টাকা রাজস্ব আদায় নোয়াখালীতে নয়া কর অঞ্চল ঘোষণা

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার

গত ২০২৪-২৫ অর্থবছরে নোয়াখালী থেকে ৩শ’ কোটি টাকা রাজস্ব আদায় করেছে নোয়াখালী কর বিভাগ। রাজস্ব আদায়ে আশাতীত সাফল্য অর্জন করেছে। আগামীতে নোয়াখালীর হাতিয়ায় ৯ম নৌবন্দর হওয়ায় এ অঞ্চলে ১ হাজার কোটি টাকা রাজস্ব কালেকশন হবে। তারই ধারাবাহিকতায় গুরুত্ব দিয়ে নোয়াখালীতে গত ১০ই এপ্রিল থেকে নোয়াখালী নতুন কর অঞ্চল হিসেবে তাদের কার্যক্রম শুরু করেছে। এর আগে ৩টি রেঞ্জ নিয়ে এটি কুমিল্লার কর অঞ্চলের অধীনে ছিল নোয়াখালী। গতকাল সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরে একটি অভিজাত রেস্তরাঁর কনভেনশন হলে নোয়াখালীর প্রথম কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামানের বিদায় এবং অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্যগুলো জানানো হয়। নোয়াখালী ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আতিক উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান ছাড়াও বক্তব্য রাখেন- নবগঠিত নোয়াখালী অতিরিক্ত কর কমিশনার তাপস কুমার চন্দ্র, নোয়াখালী উপ-কর কমিশনার এনামুল হাসান আল নোমান, নোয়াখালী কর অঞ্চলের ট্যাক্সেস বারের সদস্য, সাংবাদিক, অংশীজন ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
মতবিনিময় সভার প্রধান অতিথি নোয়াখালী প্রথম কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান বলেন,  নোয়াখালীতে ২২টি অফিসের মাধ্যমে ১৪৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কাজ চলছে। ২০৩০ সালের মধ্যে সবাই ট্যাক্সের আওতায় আসছে। অর্থনৈতিক ফাউন্ডেশন নিতে হলে সকলকে ট্যাক্সের আওতায় আনতে হবে। চলতি বছরে রাজস্ব  বোর্ডের আদলে নোয়াখালী কর অঞ্চল অটোমেশন হয়ে ফাংশনাল হবে। এখানে নতুন কর অঞ্চল গঠন হওয়ায় নোয়াখালী কর অঞ্চলের নতুন করদাতাদের সংখ্যা প্রতিবছরই বাড়তে থাকবে পাশাপাশি রাজস্ব আয় বেড়ে যাবে। করদাতাদের কর দিতে উদ্বুদ্ধ করতে কর বিভাগ আধুনিক ও তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ ব্যবস্থা গ্রহণ করেছে। আগামীতে রিটার্ন জমা দেয়ার পদ্ধতি ডিজিটাল ব্যবস্থাপনায় নেয়া হবে। তিনি আরও বলেন, আমাদের দেশে অনেকেরই কর দেয়ার মতো অবস্থা থাকলেও তারা বিভিন্ন কারণে করের আওতায় আসতে চান না, তাদের উদ্বুদ্ধ করে করের আওতায় আনতে সবার সহযোগিতা কামনা করেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status