বাংলারজমিন
বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু, বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য
বেনাপোল (যশোর) প্রতিনিধি
২৭ মে ২০২৫, মঙ্গলবার
১২ দিন বন্ধ থাকার পর দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে সোমবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস শুরু হয়েছে। প্রায় ৪ হাজার বন্দর হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগ দিয়েছেন। অন্যদিকে, কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে পণ্য শুল্কায়ন ও খালাস দিতে। ঈদের আগে এমন অচলাবস্থা সৃষ্টি হওয়ায় আমদানি-রপ্তানিকারকরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
তারা জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের একের পর এক কর্মসূচি ও আন্দোলনের কারণে বেনাপোল কাস্টমস হাউস কার্যত অচল হয়ে পড়েছিল। বন্দর থেকে প্রতিদিন গড়ে ৩০০-৪০০ ট্রাক পণ্য খালাস হলেও আন্দোলনের কারণে গত ১২ দিনে কোনো পণ্য চালান খালাস হয়নি। এতে চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে বড় ধরনের ধস নামার আশঙ্কা করছে ব্যবসায়ীরা। বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, বেনাপোল বন্দরে দীর্ঘ ১২ দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল, কোনো পণ্য খালাস হয়নি। তবে, ২৫শে মে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়ায় সোমবার সকাল থেকে কাস্টমস ও বন্দরে পুরোদমে কাজ শুরু হয়েছে। এর আগে ১৪ই মে থেকে ২৫শে মে পর্যন্ত টানা ১২ দিন কর্মবিরতি পালন করেছিলেন কাস্টমস কর্মকর্তারা।
বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার বলেন, এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৪৫০-৫০০ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হয়। আর ২৫০-২৮০ ট্রাক পণ্য বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। দেশের ৭৫ শতাংশ শিল্পপ্রতিষ্ঠান ও গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের কাঁচামালসহ বিভিন্ন খাদ্যদ্রব্য আমদানি হয় দেশের সর্ববৃহৎ এই বন্দর দিয়ে।