শেষের পাতা
এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা সর্বোচ্চ ২৮০৫
স্টাফ রিপোর্টার
১২ মার্চ ২০২৫, বুধবারএ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়। গত বছর (২০২৪) সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা। সেই হিসাবে এ বছর সর্বনিম্ন ৫ টাকা ও সর্বোচ্চ ১৬৫ টাকা কমেছে।
সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।
ইসলামী শরিয়াহ মতে- গম, যব, কিশমিশ, খেজুর ও পনির-এই পণ্যগুলোর যেকোনো একটি দিয়ে ফিতরা আদায় করা যায়। এই পাঁচটি পণ্যের মধ্যে গম বা আটাকে সর্বনিম্ন ধরা হয়। গম বা আটা দিয়ে দিলে ১ কেজি ৬৫০ গ্রামের বাজারমূল্য যা হয়, তা দিয়ে ফিতরা আদায় করতে হবে। আর যব, খেজুর, কিশমিশ ও পনিরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য দিয়ে ফিতরা আদায় করতে হয়। সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গম বা আটা দিয়ে এবারের ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, যব দিয়ে ৫৩০ টাকা, খেজুর দিয়ে ২ হাজার ৩১০ টাকা, কিশমিশ দিয়ে ১ হাজার ৯৮০ টাকা ও পনির দিয়ে ২ হাজার ৮০৫ টাকা। ব্যক্তি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী, এই পণ্যগুলোর যেকোনো একটি বা এর বাজারমূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন।