ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

প্রথম পাতা

ইনোভিশনের জরিপ

চলতি বছরই নির্বাচন চায় ৫৮ শতাংশ মানুষ

স্টাফ রিপোর্টার
৯ মার্চ ২০২৫, রবিবার
mzamin

৫৮ দশমিক ১৭ শতাংশ ভোটার চলতি বছরের মধ্যেই নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন। এ ছাড়াও বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় অর্থনৈতিক সংকটকে উদ্বেগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন তারা। ইনোভিশন বাংলাদেশ নামে একটি গবেষণা সংস্থার উদ্যোগে পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নিয়েছেন দেশের ৬৪ জেলার ১০ হাজার ৬৯০ জন ভোটার। বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী দৃষ্টিভঙ্গি, কবে নির্বাচন চান, বর্তমান ও ভবিষ্যৎ সরকারের কাছে তাদের প্রত্যাশা, তারা কাকে ভোট দিতে চান এবং ভোট দেয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেন- এমন বিভিন্ন বিষয় জানতে চেয়ে গত ১৯শে ফেব্রুয়ারি থেকে ৩রা মার্চ পর্যন্ত জরিপটি পরিচালনা করা হয়। গতকাল রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করে গবেষণা সংস্থাটি। 

জরিপে উঠে আসে ৫৮ দশমিক ১৭ শতাংশ ভোটার ২০২৫ সালের মধ্যেই নির্বাচন চান। তাদের মধ্যে ৩১ দশমিক ৬ শতাংশ ভোটার জুনের মধ্যে এবং ২৬ দশমিক ৫ শতাংশ ভোটার ডিসেম্বর নির্বাচন হওয়ার পক্ষে। ১০ দশমিক ৯ শতাংশ ডিসেম্বরের পর নির্বাচন আয়োজনের পক্ষে ভোট দিয়েছেন। জরিপে অংশ নেয়া প্রায় ৬২ শতাংশ মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে, তারা কাকে ভোট দেবেন। এর মধ্যে ৬৫ দশমিক ৭ শতাংশ তাদের পছন্দের দলের কথা জানিয়েছেন। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা দল হলো বিএনপি (৪১ দশমিক ৭ শতাংশ)। এর পরের অবস্থানগুলোতে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (৩১ দশমিক ৬ শতাংশ), আওয়ামী লীগ (১৪ শতাংশ), নতুন রাজনৈতিক দল এনসিপি (৫ দশমিক ১ শতাংশ) এবং অন্যান্য রাজনৈতিক দল (৭ দশমিক ৬ শতাংশ)। জরিপ অনুসারে, ভোটারদের মধ্যে একটি প্রজন্মগত পার্থক্য রয়েছে। জেনারেশন এক্স (Generation X) এবং বুমারদের (Boomers) মধ্যে বিএনপি’র প্রতি সমর্থন তুলনামূলক বেশি। 

অন্যদিকে জেনারেশন জেড (Generation Z)-এর মধ্যে বিএনপি ও জামায়াত প্রায় সমান জনপ্রিয়। জরিপ অনুযায়ী, ২৯ দশমিক ৪ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি যে তারা কাকে ভোট দেবেন। তাদের মধ্যে ৪৯ দশমিক ৩ শতাংশ বলছেন যে, তারা প্রার্থী সম্পর্কে জানার পর সিদ্ধান্ত নেবেন। আর ৩৩ দশমিক ৯ শতাংশ ভোটার রাজনৈতিক পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে চান। এক্ষেত্রে নারী ভোটারদের মধ্যে অনিশ্চয়তা বেশি (৩৩ দশমিক ৭৭ শতাংশ)। পুরুষদের ক্ষেত্রে এই হার ২৫ দশমিক ৮১ শতাংশ। এদিকে জরিপ অনুসারে ৪৭ শতাংশ ভোটার কাকে ভোট দেবেন সে সিদ্ধান্তে তাদের পরিবারের প্রভাব আছে। বিপরীতে ১৮ দশমিক ২৮ শতাংশ অংশগ্রহণকারী ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো প্ল্যাটফর্ম থেকে পাওয়া সংবাদকে তাদের সিদ্ধান্তের ওপর গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে চিহ্নিত করেছেন। এক্ষেত্রে টেলিভিশন (১৫ দশমিক ১৮ শতাংশ) ও পত্রপত্রিকা (৪ দশমিক ২৫ শতাংশ) এখনো তথ্যের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে টিকে আছে। 

অন্যদিকে জরিপে অংশ নেয়া মাত্র ৯ দশমিক ৩ শতাংশ মানুষ মনে করেন যে নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারের প্রয়োজন আছে। আর ৫ দশমিক ৩ শতাংশ অংশগ্রহণকারী সংবিধান পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। ফলাফল অনুসারে, জরিপে অংশ নেয়া ব্যক্তিদের প্রধান উদ্বেগ অর্থনৈতিক সংকট। অন্তর্বর্তী সরকারের কাছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ ৬৯ দশমিক ৬ শতাংশ অংশগ্রহণকারী অগ্রাধিকার দিয়েছেন। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন (৪৫ দশমিক ২ শতাংশ) এবং কর্মসংস্থান বৃদ্ধি (২৯ দশমিক ১ শতাংশ) ছিল অন্যান্য গুরুত্বপূর্ণ চাহিদা। সরকারি সেবায় দুর্নীতি কমানোর প্রত্যাশা করেছেন ২১ দশমিক ৮ শতাংশ অংশগ্রহণকারী। তাদের ভেতর ২ দশমিক ৬২ শতাংশ মনে করেন যে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়েছে। ৪২ দশমিক ৩৩% মনে করেন এটি আংশিকভাবে নিয়ন্ত্রিত হয়েছে। আর ৫৫ দশমিক শূন্য ৫ শতাংশ মনে করেন এটি এখনো নিয়ন্ত্রণের বাইরে। সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করেন ইনোভিশন কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ স্পিকস’র প্রধান মো. রুবাইয়াৎ সারওয়ার। উপস্থিত ছিলেন ইনোভিশন কনসালটিং বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর কাজী শাহেদ এইচ ফেরদৌস, ইনোভিশনের প্র্যাকটিস এরিয়া লিড আবদুর রব ও বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর।

পাঠকের মতামত

No more old constitution..we want new constitution..till then ???

Anwarul Azam
১০ মার্চ ২০২৫, সোমবার, ১:২০ পূর্বাহ্ন

এই‌ জরিপ ভূয়া, বাংলাদেশের আপামর জনসাধারণের মতামত হলো আগে সংস্কার তার পর নির্বাচন, আমরা হাসিনা মার্কা আর নির্বাচন দেখতে চায় না, যে দল ক্ষমতায় যাওয়ার পূর্বেই তার চেলা চামড়াদের নিয়ন্ত্রণ করতে পারতেছেনা, তারা ক্ষমতায় যাওয়ার প‌র তাদের বাহিনী তো আর ও বেপরোয়া হয়ে যাবে।

মুহাম্মদ আবুল হোসেন
৯ মার্চ ২০২৫, রবিবার, ৩:৩৩ অপরাহ্ন

This is an absolutely fake survey report.

afraha
৯ মার্চ ২০২৫, রবিবার, ১:০১ অপরাহ্ন

It seems that the BAL supporters have shifted to Jamat.

Fazle Ahmed
৯ মার্চ ২০২৫, রবিবার, ১১:৪৫ পূর্বাহ্ন

এ বছরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে।

Md. Shahhin Mia
৯ মার্চ ২০২৫, রবিবার, ১০:৩১ পূর্বাহ্ন

না।এখন‌ই নির্বাচন নয়। আগে স‌্স‌‌কার পরে নির্বাচন।

নজরুল ইসলাম
৯ মার্চ ২০২৫, রবিবার, ১০:১৫ পূর্বাহ্ন

না ভাই আমরা আমাদের দেশকে আর কোনদিনও পুরনো গর্তে পড়তে দিতে চাই না। আগে সংস্কার হবে তারপর নির্বাচন।

হাসান
৯ মার্চ ২০২৫, রবিবার, ৫:১২ পূর্বাহ্ন

The public opinion is not true.

Akm Rabby
৯ মার্চ ২০২৫, রবিবার, ৪:৩১ পূর্বাহ্ন

Jamath Good Party

Md. Belal
৯ মার্চ ২০২৫, রবিবার, ৩:৩৬ পূর্বাহ্ন

Maybe They taken opinion from pro BNP people only

Sohel
৯ মার্চ ২০২৫, রবিবার, ১:৩০ পূর্বাহ্ন

জরিপ ঠিক নাই, আমি,আমার পরিবার, আমার বাড়ীর কেউ চায় না , উনারা এই জরিপ কার উপর করলো ? গন ভোট করেন পারলে।

moni
৯ মার্চ ২০২৫, রবিবার, ১২:১০ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status