দেশ বিদেশ
মার্চে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
স্টাফ রিপোর্টার
২ মার্চ ২০২৫, রবিবারচলতি মার্চ মাসে জ্বালানি তেলের দাম নতুন করে নির্ধারণ করা হচ্ছে না। ফেব্রুয়ারিতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের যে দাম ছিল মার্চেও একই থাকছে।
গতকাল শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আদেশের বরাতে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খনিজসম্পদ বিভাগের আদেশে বলা হয়, প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের মার্চ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের জন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা ও পেট্রোল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
২০২৪ সালের মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ শুরু হয়। সে হিসেবে প্রতি মাসের শুরুতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন দাম ঘোষণা করে।