ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

দুদকের মামলা

কামাল মজুমদারের ব্যাংক হিসাবে প্রায় তিনশ’ কোটি টাকা লেনদেন

স্টাফ রিপোর্টার
১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার
mzamin

ব্যাংক হিসাবে প্রায় তিনশ’ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ছেলেসহ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে সংস্থাটি। 
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, কামাল মজুমদারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদ অর্জনের তথ্য মিলেছে। এটি তার জানা আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এ ছাড়া আওয়ামী লীগের সাবেক এই প্রতিমন্ত্রীর স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার লেনদেন হওয়ার তথ্য দিয়ে দুদক কর্মকর্তা বলেন, এসব লেনদেন সন্দেহজনক। প্রথম মামলায় আসামি হয়েছেন কেবল কামাল মজুমদার।
দ্বিতীয় মামলায় কামাল মজুমদারের সঙ্গে আসামি হয়েছেন শাহেদ আহমেদ মজুমদার। শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে অপব্যবহারের মাধ্যমে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের তথ্য মিলেছে।

দুদকের অভিযোগে বলা হয়, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের স্ত্রী শাহিদা কামালের নামে কোনো আয়কর নথি ও ব্যাংক হিসাব পাওয়া যায়নি। তথাপি তার নামে-বেনামে সম্পদ থাকতে পারে। এজন্য তার প্রতি দুদক আইন ২০০৪ এর ২৬ (১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত হয়েছে। ক্ষমতার পটপরিবর্তনের পর গত বছরের আগস্টে কামাল মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরের ১৯শে অক্টোবর তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যার ঘটনায় তার বিরুদ্ধে কাফরুল থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status