ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

কেন্দ্রীয় ব্যাংকের অভিযুক্তদের নামে কোনো লকার পায়নি দুদক

স্টাফ রিপোর্টার
১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার
mzamin

দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান ২৫ কর্মকর্তার সেফ ডিপোজিটর খুলতে গিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু অভিযুক্তদের কারও নামে লকার খুঁজে পায়নি সংস্থাটি। রোববার  কেন্দ্রীয় ব্যাংকে অভিযান শেষে এ তথ্য জানিয়েছেন দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামান।

তিনি বলেন, যে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে এসেছিলাম, তাদের নামে লকার নেই। আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। আদালতের অনুমোদনের ভিত্তিতে পরবর্তী অভিযান চালাবে দুদক।
২৫ জনের বিরুদ্ধে এই অভিযোগ করেছিল বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাই। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের অনেকেই এখনো বাংলাদেশ ব্যাংকে কর্মরত; অনেকে এখন চাকরিতে নেই। এখন পর্যন্ত মোট ২৭২টি সেফ ডিপোজিট লকারের সন্ধান পাওয়া গেছে।

এর আগে বেলা সাড়ে ১২টায় দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে আট সদস্যের একটি দল বাংলাদেশ ব্যাংকের লকারে তল্লাশি চালাতে আসে। আদালতের অনুমতি সাপেক্ষে অভিযান পরিচালনা করা হয়। গত ২৬শে জানুয়ারি দুদক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের লকারে তল্লাশি করে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদের সন্ধান পায়। সেগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রাখা হয়েছে। অভিযানের সময় দুদক কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নামে আরও কিছু লকার খুঁজে পায়। এর মধ্যে যাদের নামে বর্তমানে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে, তাদের নামেও লকার থাকতে পারে বলে সন্দেহ করেন দুদক কর্মকর্তারা। এ কারণে দুদক ওই সব লকারেও তল্লাশি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গত ২রা ফেব্রুয়ারি দুদক থেকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে চিঠি দেয়া হয়। কেউ যেন ওই সব লকার খুলতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানায় তারা। এরপর থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল শাখার লকার আর কাউকে খুলতে দেয়া হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, দুদক তালিকা নিয়ে এসেছিল। তারা লকারের তালিকা খুঁজে দেখেছে, কিন্তু তালিকাভুক্ত কারও লকার খুঁজে পায়নি।
 

পাঠকের মতামত

এটা দুদকের অদক্ষতাকে আমাদের সামনে আবার তুলে ধরলো।‌ কোর্টে যাবার আগে তারা চেকিই করলো‌ না অভিযুক্তদের নামে আদৌ কোন লকার আছে কিনা।‌ দুদকের এই সব অকর্মন্য কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ করা হোক।‌

Andalib
১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৬:১০ অপরাহ্ন

Remove all the local RAW agents and Iskon members from Bangladesh Bank right now.

Farid Hassan
১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৫:৫৫ অপরাহ্ন

হঠাৎ কেন সুর পরিবর্তন হয়ে গেল। কারো গায়ে লাগল কিনা জানিনা। তবে শংকা হয় ।

মুহাম্মদ মিজানুর রহম
১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৯:২৮ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status