দেশ বিদেশ
একনেকে উঠছে ১৩ প্রকল্প
গ্যাস উত্তোলনে গুরুত্ব সরকারের
স্টাফ রিপোর্টার
২ ফেব্রুয়ারি ২০২৫, রবিবারদেশের জ্বালানি সংকট মোকাবিলায় অন্তর্বর্তী সরকার দেশীয় গ্যাস উত্তোলনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আজকে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত দু’টি প্রকল্প উঠছে। এর আগে ২২শে ডিসেম্বর অনুষ্ঠিত একনেক সভায় ৩টি এবং তার আগের দুই একনেকে আরও ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। পরিকল্পনা কমিশন সূত্র বলছে, আমদানি-নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস উত্তোলন বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এদিকে রোববার অনুষ্ঠিত হতে যাওয়া একনেক সভায় ১৩টি প্রকল্প উপস্থাপন করা হবে। এদিন রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় বৈঠকে অনুমোদনের জন্য এগুলো উপস্থাপন করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার কোটি টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, একনেকে উপস্থাপিতব্য প্রকল্পগুলো হচ্ছে- চট্টগ্রাম মহনগরীর উত্তর কাট্টলী ক্যাচমেন্ট স্যানিটেশন প্রকল্প; মোংলা বন্দরের সুবিধাদিও সমপ্রসারণ ও উন্নয়ন প্রকল্প; ধান, গম ও ভুট্টার উন্নততর বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্প; বিএডিসি’র বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থাদির আধুনিকীকরণ এবং উন্নয়ন প্রকল্প; ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভলপমেন্ট প্রজেক্ট; তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন প্রকল্প; হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৩-ডি সাইসমিক জরিপ প্রকল্প; সিলেট-১২নং কূপ খনন (তেল কূপ) প্রকল্প; ঘোড়াশাল চতুর্থ ইউনিট রি-পাওয়ারিং প্রকল্প; বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন, চট্টগ্রাম জোন প্রকল্প।
স্ট্রেংথ সার্ভিস ডেলিভারি সিস্টেমস ফর ইমপ্রুভড মাইগ্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল রেইনট্রিগ্রেশন প্রকল্প; ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দন করা প্রকল্প; শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প।
এর বাইরে মেয়াদ বাড়ানোর জন্য একটি প্রকল্প উপস্থাপন করা হতে পারে। সেটি হচ্ছে- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা (দ্বিতীয় সংশোধিত) চতুর্থবার মেয়াদ বৃদ্ধি প্রজেক্ট।
এছাড়া একনেকে অবগতির জন্য চারটি প্রকল্প উপস্থাপন করা হবে। এগুলো হচ্ছে- প্রাণীসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্প; অ্যাকুয়েট ইকোসিস্টেম কনভারসেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইন দ্য নর্থ ইস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট রিজন অব বাংলাদেশ ইউএসআইডি ইকোসিস্টেম প্রকল্প; চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট ব্রিজিং (ডিডিএসপি-বি) প্রজেক্ট। পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্প।