দেশ বিদেশ
২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েট হতে যাচ্ছে বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা
অর্থনৈতিক রিপোর্টার
১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবারবাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আগামী ২০২৬ সালের মধ্যে এলডিসি গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ। এলডিসি গ্র্যাজুয়েট হিসেবে আমাদেরকে সেভাবে প্রস্তুত থাকতে হবে। এর জন্য আমাদের ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে হবে। এখানে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে ব্যবসায়ীদের। সব বিষয় সরকার পারবে না, প্রয়োজনীয় সহায়তা দেবে। কিন্তু নিজেদের সক্ষমতা তৈরি করতে হবে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে। আমি ব্যবসায়ীদের বলবো- নিজেদের প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করুন। পণ্যের বৈচিত্র্যতা তৈরি করুন এবং পণ্যের খরচ কমানোর ব্যাপারে সচেতন হোন। শুক্রবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের অন্যতম কারণ দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা ও রপ্তানিকে এগিয়ে নেয়া। ২৯তম বাণিজ্যমেলা আমরা শেষ করতে যাচ্ছি। এর আগে আন্তর্জাতিক পণ্য নিয়ে বিদেশি ব্যবসায়ীরা না এলেও এবার কয়েকটি প্রতিষ্ঠান এসেছে। অবশ্যই এক মাসব্যাপী মেলায় বিদেশিদের আসাও সহজতর নয়। তারপরও আমরা চেষ্টা করেছি। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আমরা অংশগ্রহণ করতে চাই। আশা করি ৩০তম বাণিজ্যমেলায় আপনাদের আরও ভালো অভিজ্ঞতা দিতে পারবো আমরা। বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহমান ও এফবিসিসিআই’র প্রশাসক মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে প্রথম পুরস্কার প্রদান করা হয় কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ, আকিজ প্লাস্টিকস লিমিটেড, আরএফএল প্লাস্টিকস লিমিটেডসহ ২২টি প্রতিষ্ঠানকে। দ্বিতীয় পুরস্কার পেয়েছে সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেড, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, কেওয়াই টু টোন লিমিটেডসহ ১৬টি প্রতিষ্ঠান।
তৃতীয় পুরস্কার প্রদান করা হয় দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি, আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেড, এসকেবি স্টেইনলেস স্টিল লিমিটেডসহ ১৩টি প্রতিষ্ঠান। এছাড়া বাণিজ্যমেলায় সহযোগিতার জন্য রূপগঞ্জ উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাণিজ্য উপদেষ্টা।