ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

গত অর্থবছরের মোট এফডিআইয়ের ২৯ শতাংশই অবদান বেপজা’র

অর্থনৈতিক রিপোর্টার
২৮ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার
mzamin

গত বছর (২০২৪) পর্যন্ত সর্বমোট বিনিয়োগ হয়েছে ৬.৯১ বিলিয়ন ডলার এবং রপ্তানি হয়েছে মোট ১১৪.৯১ বিলিয়ন ডলার। এর মধ্যে ২০২৩-২৪ অর্থ বছরে দেশের মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) ২৯ শতাংশই অবদান রেখেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। সোমবার রাজধানীর গ্রীন রোডে বেপজা’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বেপজা’র নির্বাহী চেয়ারম্যান আবুল কাশেম জিয়াউর রহমান এ তথ্য জানান।

বেপজা’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (জনসংযোগ) আবু সাঈদ মো. আনোয়ার পারভেজের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেপজা’র সদস্য (অর্থ) আশরাফুল কবীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেপজা’র সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক প্রমুখ। 
বেপজা’র বিনিয়োগ উন্নয়ন বিষয়ক সদস্য মো. আশরাফুল কবির বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে গত অর্থ বছরে দেশে মোট এফডিআই এসেছে ১ হাজার ৪৬৮.১৭ মিলিয়ন ডলার। এর মধ্যে শুধু বেপজাধীন জোনসমূহে বিনিয়োগ হয়েছে ৪২৪.২৯ মিলিয়ন ডলার, যা মোট এফডিআইয়ের ২৯ শতাংশই বেপজা’র।

আবুল কাশেম জিয়াউর রহমান বলেন, ব্যবসায়ীরা দাবি করেন যে, পট পরিবর্তনের পর ছয় মাসে বাংলাদেশে বৈদেশিক সরাসরি বিনিয়োগ কমেছে ৭১ শতাংশ। তবে এটি ইপিজেডের বাইরে। ইপিজেডগুলোতে ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই-ডিসেম্বর অর্থাৎ ছয় মাসে এফডিআই কমেছে ২২.৩৩ শতাংশ। কেবল পট পরিবর্তনই নয়, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির জন্যও বিনিয়োগ কমেছে। তবে বিনিয়োগ কমলেও এই সময়ে ইপিজেড থেকে রপ্তানি বেড়েছে ২২.৪১ শতাংশ, যেখানে ইপিজেড বহির্ভূত রপ্তানি বেড়েছে ১২.৮৪ শতাংশ।

আমরা আশা করছি, বিনিয়োগ বাড়বে কারণ যুক্তরাষ্ট্রে ট্রাম্প সরকার এসেছে। ফলে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানিকৃত পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হতে পারে। ফলে চীনের শিল্প-কারখানাগুলো বিভিন্ন দেশে স্থানান্তরিত হবে যেখানে বাংলাদেশ সবার ওপরে আছে। একটি চীনা কোম্পানি এরইমধ্যে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে।

২০২৩-২৪ অর্থ বছরের জুলাই-ডিসেম্বর সময়ে ইপিজেডে বিনিয়োগ হয়েছিল ১৬২.৬৬ বিলিয়ন ডলার, যেখানে ২০২৪-২৫ একই সময়ে বিনিয়োগের পরিমাণ ১২৬.৩৩ বিলিয়ন ডলার। ২০২৩-২৪ অর্থ বছরের জুলাই-ডিসেম্বর সময়ে ইপিজেড থেকে রপ্তানি হয়েছিল ৩,৩৭১ মিলিয়ন ডলার যেখানে ২০২৪-২৫ অর্থ বছরের একই সময়ে রপ্তানি বেড়ে হয়েছে ৪,১২৬ মিলিয়ন ডলার।

২০২৩-২৪ অর্থ বছরে বেপজাধীন আটটি ইপিজেড এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের চলমান প্রতিষ্ঠানে রপ্তানির পরিমাণ দেশের মোট রপ্তানির ১৬ শতাংশ। এই অর্থ বছরে দেশের মোট রপ্তানির পরিমাণ ছিল ৮৮.৮৪ বিলিয়ন ডলার, যার মধ্যে বেপজা’র মাধ্যমে রপ্তানি হয় ৭.০৭ বিলিয়ন ডলারের পণ্য। বেপজা প্রতি বছর ধারাবাহিকভাবে দেশের মোট রপ্তানির ১৫-২০ শতাংশ অবদান রাখছে। গত বছর (২০২৪) পর্যন্ত সর্বমোট বিনিয়োগ হয়েছে ৬.৯১ বিলিয়ন ডলার এবং রপ্তানি হয়েছে মোট ১১৪.৯১ বিলিয়ন ডলার। 

২০২৪ সালে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও বেপজা’র সঙ্গে ২৮টি নতুন বিনিয়োগ চুক্তি হয়েছে বলে জানান আশরাফুল কবীর। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৫৬ কোটি ৮৫ লাখ ডলার।

আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, আমরা আশাবাদী ইপিজেডগুলোতে বিনিয়োগের পরিমাণ বাড়বে। এ বিষয়ে আমরা সম্ভাব্য বিনিয়োগকারীদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।
বর্তমানে দেশে বেপজা’র অধীনে মোট আটটি ইপিজেড ও একটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে। এগুলো হচ্ছে- চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, উত্তরা, ঈশ্বরদী, কর্ণফুলী ও আদমজী ইপিজেড এবং চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল।

অনুষ্ঠানে জানানো হয়, এ পর্যন্ত বেপজা’র ইপিজেডগুলোতে ৩৮টি দেশ থেকে বিনিয়োগ এসেছে। সবচেয়ে বেশি এসেছে চীন থেকে। চীনের মোট ১০৮টি প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে ইপিজেডে। এরপর বিনিয়োগ করেছে দক্ষিণ কোরিয়ার ৬১টি, জাপানের ২৯টি, ভারতের ১৯টি, যুক্তরাজ্যের ১৯টি, যুক্তরাষ্ট্রের ১৭টি ও শ্রীলঙ্কার ৭টি প্রতিষ্ঠান। বাকিগুলো অন্যান্য দেশের।

বর্তমানে আটটি ইপিজেড ও বেপজা’র অর্থনৈতিক অঞ্চলে মোট ৪৪৯ শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে। এর মধ্যে শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ২৫৮টি, যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ৪৯টি ও শতভাগ দেশীয় প্রতিষ্ঠান ১৪২টি। এ ছাড়া আরও ১০৮টি শিল্পপ্রতিষ্ঠান নির্মাণাধীন রয়েছে। এর বাইরে পটুয়াখালী ও যশোরে দু’টি ইপিজেড স্থাপনের কাজ চলছে। আর গাইবান্ধায় একটি ইপিজেড স্থাপনের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে।

ইপিজেডসমূহে উৎপাদিত উল্লেখযোগ্য পণ্যসমূহের মধ্যে রয়েছে- তাঁবু ও তাঁবুর সরঞ্জাম, বাই-সাইকেল, কসমেটিকস, হলিউড মাস্ক, ক্যাম্পিং ফার্নিচার, গন্ধ শ্যাফট, ফ্যাশন চুলসহ আরও বিভিন্ন ধরনের পণ্য।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status