ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

রাজনীতি

গরম কমলে আরও বড় আন্দোলনে নামবো: মান্না

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ১০ মে ২০২৪, শুক্রবার, ২:৫৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৪৬ পূর্বাহ্ন

mzamin

গরম কমলে বিরোধীদলগুলো আরও বড় আকারে আন্দোলনে নামবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে 'বিদ্যুৎ-জ্বালানি ও রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে' এক প্রতিকী অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা জানান।

আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলন আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আন্দোলন নয়। এ আন্দোলন হবে জিনিসপত্রের দাম কমানোর, ঋণের বোঝা কমানোর। এই আন্দোলন হবে বিদ্যুতের দাবি আদায়ের আন্দোলন। মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারের সঙ্গে কোনো আপোষ নেই। এই সরকারকে মানি না এবং মানবোও না। এ সরকার যাই করুক তাদেরকে মানার কোনো প্রশ্নই আসে না। দেশের মানুষের জন্য আমাদেরকে লড়াই করতে হবে।   

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সারা দেশের জনগণকে অসুস্থ করে নিজেদের চেহারা ভালো করেছে। আগামী ৩ মাস বিদেশ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করার টাকা পর্যন্ত এই সরকারের কাছে নেই।

বিজ্ঞাপন
আমাদের রপ্তানি বাড়ানোর আর কোনো সুযোগ নেই। কেবলমাত্র বিদেশিরা যদি আমাদের ডলার দেয় তাহলে এদেশ বাঁচতে পারে, নাহলে এদেশ বাঁচতে পারবে না।            
আয়োজক সংগঠনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
 

পাঠকের মতামত

গরম কমলে আরও বড় আকারে আন্দোলনে নামবো:-তাই না কি! মারহাবা,মারহাবা!!

Amir
১১ মে ২০২৪, শনিবার, ১০:৫৯ পূর্বাহ্ন

জনাব "মান্না" সাহেবের কথা শুনে বুক ভরে হিচকি সহ কো'কায় কো'কায় "কান্না" আসছে। ওরে তোরা কে কোথায় আছিস আমাকে কয়েকটা টিস্যু দে...।। মনে হয়, "গড়মের পর আবার সব ঠান্ডা" হয়ে যাবে।

শামীম
১০ মে ২০২৪, শুক্রবার, ১১:২৮ অপরাহ্ন

ঈদ, গরম ......... এরপর শীত, তারপর বর্ষা আরো পরে বিরোধীতারই কেউ থাকবে না !!! আজব দেশের রাজনীতিবিদরা তো আজবই হবে, আমরা অবাক হচ্ছি না !!!

abu-mahtab
১০ মে ২০২৪, শুক্রবার, ১০:৫২ অপরাহ্ন

মান্না সাহেব কৌতুক অভিনেতা হলে ভালো করবেন।

Mohsin
১০ মে ২০২৪, শুক্রবার, ১০:২৬ অপরাহ্ন

এত বছর ধরে শুনে এসেছি ঈদ এর পরে আন্দোলান হবে , এখন নতুন করে শুনলাম গরম কমলে হবে । ঙূপেন হাজারীকার সেই বিখ্যাত গান“ মাইয়া ভুল বুঝিস না “ গানের মত হবে ।

Islam
১০ মে ২০২৪, শুক্রবার, ৬:৫৫ অপরাহ্ন

জনাব মান্না সাহেব, গরমের পর শুরু হবে বৃষ্টিপাত, বৃষ্টি শেষে আবার প্রচন্ড শীত। সুতরাং আপনাদের চূড়ান্ত সরকার পতনের আন্দোলন করার সুবিধাজনক সময় আর হবে বলে মনে হয় না।

বুলবুল
১০ মে ২০২৪, শুক্রবার, ৪:৪৭ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status