ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

শরীয়তপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ১০

শরীয়তপুর প্রতিনিধি
১০ মে ২০২৪, শুক্রবার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গত বুধবার রাতে এশার সময় ডগ্রী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে নশাসন ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার (৬০), কাদির মুন্সি (৫৫), মাহবুব ফকির (৩৬) ও নুরুজ্জামান হাওলাদার (৪০)কে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  জানা গেছে, গত বুধবার ছিল প্রথম ধাপে শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে নড়িয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম ইসমাইল হক মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করে টানা পাঁচবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। রাতে ইসমাইল হক পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা বিজয় মিছিল বের করেন। এ সময়
মিছিলকারীরা পরাজিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন সিকদারের (ভিপি মোস্তফা) ঘোড়া প্রতীকের সমর্থক নশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ দেলোয়ার
হোসেন তালুকদারের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ঘোড়া প্রতীকের সমর্থক চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার ও কাদির মুন্সিসহ আরও করেকজন আহত হন। অপরদিকে ঘোড়া প্রতীকের সমর্থক মাহবুব ফকির (৩৬) ও নুরুজ্জামান হাওলাদার (৪০) আহত হন।

বিজ্ঞাপন
 আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

সংঘর্ষের খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। 
ইসমাইল হকের মোটরসাইকেল প্রতীকের সমর্থক ও আহত মাহবুব ফকিরের ভাই হোসাইন ইসলাম জয় বলেন, আমরা ২০-২৫ জন বিজয় মিছিল নিয়ে ডগ্রী বাজারে গেলে ভিপি মোস্তফার ঘোড়া প্রতীকের সমর্থক দেলোয়ার চেয়ারম্যান ও তার লোকজন আমাদের ওপর হামলা করে। এতে আমার ভাইসহ অনেকে আহত হয়েছেন। আহতদের মধ্যে আমাদের দুইজনকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে একেএম ইসমাইল হককে মুঠোফোন পাওয়া যায়নি। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় নশাসন  ইউনিয়নের চেয়ারম্যান আহত দেলোয়ার হোসেন তালুকদারের স্ত্রী ডালিয়া ৩৫ জনকে আসামি করে নড়িয়া থানায় একটি মামলা করেন। 
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status