ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

‘আইপিএল’ আফসোস নেই তাসকিনের

স্পোর্টস রিপোর্টার
১০ মে ২০২৪, শুক্রবার

চেন্নাইয়ের হয়ে চলতি আইপিএলে ভারত মাতিয়ে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। তার আগে আইপিএলে প্রায় নিয়মিতই খেলেছেন দেশের অন্যতম তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারই এখন পর্যন্ত বিভিন্ন আসরে খেলার সুযোগ পেয়েছেন। তবে দেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদের আইপিএল ভাগ্যে যেন গ্রহণ লেগেছে। বারবার সুযোগ পেয়েও বিসিবি ছাড়পত্র না দেয়াতে তিনি খেলতে পারছেন না। এ নিয়ে দুঃখ থাকলেও কোনো আক্ষেপ নেই বলেই জানিয়েছেন তাসকিন আহমেদ। তিনি বলেন ‘যে জিনিসটা চলে গেছে, সেটা তো আর নিয়ন্ত্রণে নেই। ইনশাআল্লাহ্ সামনে (আইপিএল) খেলব। যখন ফাঁকা সময় পাবো। শুধু আইপিএল নয়, এখন তো আরও অনেক লীগ আছে।’ তাসকিন ছাড়পত্র না পেলেও ঠিকই আইপিএলে খেলে এসেছেন তার সতীর্থ পেসার মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন
এবার চেন্নাই সুপার কিংসের একাদশেও নিয়মিতই সুযোগ মিলেছে তার। প্রশ্ন আসছে দুই ক্রিকেটারের ক্ষেত্রে বিসিবি’র দুরকম নীতি নিয়ে। এ বিষয়ে তাসকিন বলেন, ‘নীতি প্রায় একই। হয়তো একেকজনের শরীরের ধরন একেকরকম। এজন্য বোর্ডের চিন্তার জায়গা থাকে। এছাড়া ফাস্ট বোলার যাদেরই দেখছেন, সবাইকে কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে।’ মোস্তাফিজের এই সুযোগ পাওয়াকে পজেটিভ হিসেবেই দেখতে চান তাসকিন। তিনি বলেন, ‘হয়তো আমার শরীরের ধরন বা বোলিংয়ের ধরন ভিন্ন, এজন্য আমি এবার যেতে পারিনি। আমার তো টেস্টও খেলার কথা ছিল। শেষ মুহূর্তের কাঁধের চোট ম্যানেজ করার জন্য আমি বিরতিতে গিয়েছি। হয়তো ভবিষ্যতে (আইপিএল) খেলব ইনশাআল্লাহ্। আফসোস নেই কোনো। আইপিএলে অনেক ভালো করেছে মোস্তাফিজ। যেহেতু ও এসেছে আমার যতটুকু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি, ওকে আনার কারণটা হচ্ছে, দলের পরিকল্পনা ও কালচারের ক্ষেত্রে অবগত থেকে (বিশ্বকাপে) যেতে পারে। এর সঙ্গে কয়েকটা দিন বিশ্রামের ব্যবস্থাও করা হয়েছে। কারণ ও আমাদের মূল বোলারদের একজন। এটাই আর কী। অবশ্যই ওর ভালো আইপিএল গেছে এবং সেখান থেকে অনেক অভিজ্ঞতা নিয়েছে। আর আমরা যদি সবাই ফিট থাকি, ভালো ছন্দে থাকি তাহলে বোলিং থেকে ভালো কিছুই হবে।’
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status