ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শেষের পাতা

ইসরাইলে বোমা সরবরাহ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

মানবজমিন ডেস্ক
৯ মে ২০২৪, বৃহস্পতিবার
mzamin

হুঁশিয়ারি উপেক্ষা করে গাজার রাফায় অভিযানের প্রস্তুতি নেয়ায় ইসরাইলে বোমা সরবরাহ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। একদিকে মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতির প্রচেষ্টা চলছে। তার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রীর নির্দেশে তার সেনারা রাফা ক্রসিং নিজেদের দখলে নিয়ে সেখানে বিক্ষিপ্ত হামলা চালাচ্ছে। এ ঘটনা আগেই জেনে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইসরাইলকে বোমা সরবরাহ দেয়া বন্ধ করে দিয়েছে। ওদিকে রাফায় অভিযান সম্পর্কে পশ্চিমা নেতাদের সঙ্গে সতর্কতা উচ্চারণ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁ। রাফায় আন্তর্জাতিক আইন অবশ্যই মেনে চলতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব বলেন, রাফায় একটি পূর্ণাঙ্গ আগ্রাসন চালানো হলে তা হবে কৌশলগত ভুল, রাজনৈতিক বিপর্যয় এবং মানবতার জন্য ভীতিকর পরিস্থিতি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ব্রিফিংয়ে বলেছেন, ওই এলাকাকে অস্থিতিশীল করার আরও একটি উদ্যোগ হিসেবে দেখছে এই আগ্রাসনকে। কারণ, সেখানে অবস্থান করছেন কমপক্ষে ১০ লাখ নিরীহ মানুষ। সেখানে ইসরাইলের নতুন করে এই আগ্রাসন নিয়ে বিশ্ব জুড়েই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, এমন অবস্থার প্রেক্ষিতে ইসরাইলকে ২০০০ পাউন্ডের ১৮০০ বোমা, ৫০০ পাউন্ডের ১৭০০ বোমা সরবরাহ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন
রাফায় ঘনবসতিপূর্ণ এলাকায় কীভাবে এই বিস্ফোরক ব্যবহার করা হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রে আছে উদ্বেগ। উল্লেখ্য, বরাবরই ইসরাইলকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গত ৭ই অক্টোবর হামাসের রকেট হামলায় ইসরাইলে প্রায় ১২০০ মানুষ নিহত হওয়ার পর তার গতি বৃদ্ধি হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই যুদ্ধ নিয়ে বেশ চাপে আছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গাজা যুদ্ধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। এ ঘটনা বাইডেন প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। কারণ, আগামী ৫ই নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে গাজা যুদ্ধ প্রভাব ফেলতে পারে। ফলে যুক্তরাষ্ট্র অনেকটা বেঁকে বসেছে। 

তারা বার বার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছে। যে পরিমাণ নিরীহ মানুষ তিনি গাজায় হত্যা করছেন, তাতে বিশ্ব ইসরাইলের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। নিঃসঙ্গ হয়ে পড়তে পারে ইসরাইল- এমন সতর্কতা আগেই জো বাইডেন দিয়েছেন। তারপরও রাফায় অবস্থান করছেন নিরীহ যেসব মানুষ, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে তাদের ওপর হামলায় আরও ভাবিয়ে তুলেছে মার্কিন প্রশাসন, পশ্চিমা সরকারগুলোকে এবং জাতিসংঘকে। এরই মধ্যে রাফা ক্রসিং এবং কারেম শালম ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়ে তার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরাইলি সেনারা। ফলে কোনো রকম ত্রাণসামগ্রী প্রবেশ করতে পারছে না গাজায়। ওদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা বলেছে, তাদের হাতে দু’তিন দিনের মতো ত্রাণসামগ্রী আছে বিতরণ করার জন্য। তারপরের অবস্থা হতে পারে ভয়াবহ। গাজার মানুষকে অনাহারে মরতে বসতে হবে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁও সেই আভাস দিয়েছেন। বলেছেন- গাজায় দুর্ভিক্ষ অত্যাসন্ন।  এপি’র খবরে বলা হয়, হোয়াইট হাউসের কয়েক মাসের বিরোধিতা সত্ত্বেও নেতানিয়াহুর বাহিনী যখন রাফার দিকে অগ্রসর হতে থাকে, তখন এপ্রিলে বাইডেন প্রশাসন ইসরাইলকে দেয়া ভবিষ্যৎ সামরিক সহায়তার তহবিল নিয়ে পর্যালোচনা শুরু করে। মার্কিন ওই কর্মকর্তা বলেন, ইসরাইলকে শিপমেন্ট দেয়া বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে গত সপ্তাহে। পরে কোনো এক সময়ে তা সচল হবে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।  

পাঠকের মতামত

কতটা কপট আর ভাওতাবাজি চরিত্র যুক্তরাষ্ট্রের, বিশ্ববাসী এখন এসব জানে।

Parvej Hossain
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৬:২১ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status