ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ইসরাইলের প্রতি অবরুদ্ধ সীমান্ত খুলে দেয়ার আহ্বান জাতিসংঘের

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৮ মে ২০২৪, বুধবার, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১৭ অপরাহ্ন

mzamin

গাজার রাফা ও কারেম শালম ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেয়ার ফলে গাজায় সহায়তা প্রবেশ পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় ক্রসিং দুটি খুলতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মিশর সীমান্তে অবস্থিত রাফার পূর্ণ মাত্রায় অভিযান চালানো একটি কৌশলগত ভুল বলেও মনে করেন তিনি। রাফায় পূর্ণ মাত্রায় অভিযান চালালে সেখানে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, ইসরাইলের গাজার রাফা ক্রসিং দখলের পর সেখানে মানবিক সংকট আরো ভয়াবহ হয়েছে। এরইমধ্যে সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে। দ্রুত সীমান্ত খুলে না দিলে দুই এক দিনের মধ্যেই রাফায় ত্রাণ দেয়ার মতো আর কোনো খাদ্য অবশিষ্ট থাকবে না। এছাড়া সেখানে কোনো চিকিৎসা সরঞ্জামেরও সরবরাহ নেই। ফলে গাজাবাসী এখন চরম দুর্ভিক্ষ এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। 

এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, প্রতিনিয়ত ইসরাইলিদের মানবিক সহায়তা বন্ধের সাথে সাথে ফিলিস্তিনিদের মৃত্যুর ঝুঁকি আরো বাড়ছে। 

ফিলিস্তিনের স্বাধীনাতাকামী সংগঠন নতুন করে যুদ্ধবিরতির আলোচনায় সম্মতি দেয়ার পরেও তা মানতে নারাজ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, নতুন চুক্তিতে ইসরাইলের প্রত্যাশা পূরণ হয়নি।

বিজ্ঞাপন
পাশাপাশি তিনি রাফায় পূর্ণ অভিযান শুরুর নির্দেশ দেন। 

উল্লেখ্য, সপ্তাহান্তে রকেট হামলায় ইসরাইলের চার সেনা নিহত হওয়ার পর কারেম শালম ও রাফা সীমান্ত বন্ধ করে দেয় ইসরাইল।
 

পাঠকের মতামত

Israel is a sick country and also 100% shameless nation.Destroy this bloddy nation

Abul Hayat
৮ মে ২০২৪, বুধবার, ১১:১৭ পূর্বাহ্ন

ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছেনা কেন?

বিনয়ী
৮ মে ২০২৪, বুধবার, ১০:৫৫ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status