ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

মানব পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি

স্টাফ রিপোর্টার
৮ মে ২০২৪, বুধবার

মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতরা হলেন- ইব্রাহীম মল্লিক নাহিদ (৩৫), শারমিন হোসেন লাবনী (৩৬) ও আরিফুর রহমান সাদী (২৪)। সোমবার রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১টি ল্যাপটপ, ১টি আইফোনসহ ৫টি স্মার্ট ফোন ও ১টি বাটন মোবাইল। এই চক্রের প্রধান ইব্রাহীম জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। গতকাল এ তথ্য জানান সিআইডি’র মুখপাত্র বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. আজাদ রহমান।
তিনি বলেন, রাজবাড়ী গোয়ালন্দের মোহাম্মদ সোনা মিয়া। তিনি পেশায় একজন রিকশাচালক। ‘জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল’ নামক প্রতিষ্ঠানের প্রচারিত বিজ্ঞাপন দেখেন। সেখানে ৫ লাখ টাকায় কার ওয়াশের ওয়ার্কিং ভিসায় কিরগিজস্থানে লোক নেয়া হবে। বেতন হবে ৬০ থেকে ৬৫ হাজার টাকা এবং খাওয়া নিজের, থাকা কোম্পানির।

বিজ্ঞাপন
প্রচারিত এই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তিনি এই কোম্পানির নয়াপল্টন ঢাকাস্থ অফিসে যোগাযোগ করেন এবং কিরগিজস্থানে যাওয়ার জন্য গরু, রিকশা, ঘর বিক্রি করে উক্ত টাকা দেন। তার সঙ্গে ফরিদপুরের আকাশ শেখ (২১) ও মো. আকতার সরদার (২৩) ও কিরগিজস্থানে যাওয়ার জন্য টাকা দেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটি হতে তাদেরকে কিরগিজস্থানের ভিসা ও বিমান টিকিট দেয়া হয়। গত ৭ই এপ্রিল তদন্তে কিরগিজস্থানে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ইমিগ্রেশন পুলিশ অনলাইনে তাদের ভিসার কোনো তথ্য পায়নি। ফলে তাদের যাত্রা স্থগিত করা হয়। পরে তারা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন।
আজাদ রহমান বলেন, এই ঘটনায় ঢাকার পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়। সোমবার মানব পাচাকারী চক্রের সঙ্গে জড়িত ‘জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল’- নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইব্রাহীমসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। চাকরির কথা বলে এই তিন ব্যক্তির কাছ থেকে ৫ লাখ ১২ হাজার করে টাকা নেয় জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল। তিনজনকে কিরগিজস্থানের কথিত ভিসা ও উড়োজাহাজের টিকিট দেয় প্রতিষ্ঠানটি। মামলা তদন্তকালে জানা যায়, আসামিরা আগেও যাদের অভিবাসী কর্মী হিসেবে কিরগিজস্থান প্রেরণ করেছে তাদের অধিকাংশই সেখানে মানব পাচারের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। মামলাটির তদন্ত অব্যাহত আছে এবং তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা প্রক্রিয়াধীন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status