ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

লিস্ট ‘এ’ ইতিহাসে চতুর্থ সেরা আবাহনী

স্পোর্টস রিপোর্টার
৮ মে ২০২৪, বুধবার
mzamin

ঢাকা প্রিমিয়ার লীগে টানা ১৬টি ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। ঢাকাই ক্রিকেটের শীর্ষ লীগে এটি আবাহনীর ২৩তম শিরোপা। ২০১৩-১৪ মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম দল হিসেবে মৌসুমের সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হলো আবাহনী। এবার ১৬ ম্যাচেই জয় পাওয়া আবাহনী ঢাকা প্রিমিয়ার লীগে সর্বশেষ হেরেছে ২০২২-২৩ মৌসুমে সুপার লীগে নিজেদের চতুর্থ ম্যাচে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ডিএলএস নিয়মে ৬ উইকেটে হেরেছিল দলটি। ওই হারের তিনদিন পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ‘ফাইনালে’ শেখ জামালকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আবাহনী। সোমবার শেষ হওয়া মৌসুমের ১৬ টানা ১৭ ম্যাচ জিতে লিস্ট ‘এ’ ক্রিকেটের টানা জয়ের রেকর্ডেও সেরা চারে উঠে এসেছে ঐতিহ্যবাহী দলটি। টানা ১৭ ম্যাচ জয়ী আবাহনী আগামী মৌসুমটা শুরু করবে বিশ্ব রেকর্ড গড়ার হাতছানি নিয়েই। আর ৫টি ম্যাচ জিতলেই বিশ্ব রেকর্ড গড়বে দলটি। ২০০৩ সালে যে রেকর্ডটা গড়েছিল অস্ট্রেলিয়ার সর্বজয়ী ওয়ানডে দলটি।

বিজ্ঞাপন
সে বছর বিশ্বকাপ জয়ের পথে সবক’টি ম্যাচ জেতা রিকি পন্টিংয়ের দল ১১ই জানুয়ারি থেকে ২৪শে মে পর্যন্ত টানা ২১টি ওয়ানডে জিতেছিল। লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা জয়ের রেকর্ডে শীর্ষ সাতে অস্ট্রেলিয়া ছাড়া আর কোনো আন্তর্জাতিক দল নেই। ২০০৩ সালে অস্ট্রেলিয়া ভাঙে ট্রান্সভালের রেকর্ড। ১৯৮৩-৮৪ থেকে ১৯৮৫-৮৬ মৌসুম পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে টানা ২০টি লিস্ট ‘এ’ ম্যাচ জেতে ট্রান্সভাল। টানা জয়ের এই রেকর্ডে এরপরই আছে শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাবের নাম। ২০১৮ সালের ১৪ই মার্চ থেকে ২০১৯ সালের ১৯শে ডিসেম্বর পর্যন্ত তিন মৌসুম মিলিয়ে টানা ১৮টি ম্যাচ জেতে দলটি। এসএসসি’র পরেই অবস্থান আবাহনীর। এরপর টানা ১৬ জয় নিয়ে যৌথভাবে পাঁচে আছে ভারতের তামিলনাড়ু রাজ্য দল ও পাকিস্তানের অ্যালাইড ব্যাংক লিমিটেড।
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status