ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

বিশ্বকাপে দলের ‘সফরসঙ্গী’ হতে চান ফ্রেজার-ম্যাকগার্ক

স্পোর্টস ডেস্ক
৮ মে ২০২৪, বুধবার
mzamin

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে জায়গা হয়নি জেক ফ্রেজার-ম্যাকগার্কের। তারকাবহুল দলে জায়গা না পাওয়াটাই ‘স্বাভাবিক’ ধরে নিয়েছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। তবে এই সুযোগে দলের সফরসঙ্গী হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের বিমান ধরতে চান তিনি। গত অক্টোবরে অস্ট্রেলিয়ার ঘরোয়া একদিনের টুর্নামেন্ট মার্শ কাপে ২৯ বলে সেঞ্চুরি করেন ফ্রেজার-ম্যাকগার্ক। সেটি ‘লিস্ট এ’ ক্রিকেটে তো বটেই, স্বীকৃত ক্রিকেটেই দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড। এই ম্যাচ দিয়ে আলোচনায় আসা ম্যাকগার্ক বিগ ব্যাশে ১৫৮.৬৪ স্ট্রাইক রেটে ২৫৭ রান করেন। চলতি আইপিএলেও তাণ্ডব দেখাচ্ছেন তরুণ এই ওপেনার। ইতিমধ্যেই দুটি ম্যাচে ১৫ বলে হাফ সেঞ্চুরি করেছেন। এখন পর্যন্ত ছয় ইনিংসে তিন হাফ সেঞ্চুরিতে ২৩৩.৩৩ স্ট্রাইক রেটে ২৫৯ রান করেছেন তিনি। তবুও অস্ট্রেলিয়া দলে সুযোগ হয়নি তার।

বিজ্ঞাপন
মূল দলে জায়গা না পেলেও বিশ্বকাপের রিজার্ভ ক্রিকেটার হিসেবে জায়গা করে নেয়ার ব্যাপারে ফ্রেজার-ম্যাকগার্ক বলেন, সফরসঙ্গী রিজার্ভ হিসেবে যদি একটি জায়গা পেয়ে যাই, তাহলে দারুণ হবে। ওখানে গিয়ে ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবো। জায়গা না পাওয়া আমাকে খুব একটা ভাবায়নি, কারণ আমি এখনো এমন কিছু করিনি যে মনে হতে পারে, দলে জায়গা অর্জন করে নিতে পারি। আইপিএল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে বিশ্বকাপ অনেক বেশি আলাদা।’ অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে ওপেন করবেন ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড। তিনে নামবেন অধিনায়ক মিচেল মার্শ। এদের ভিড়ে জায়গা পাওয়া কতোটা কঠিন সেটি ভালোভাবেই বুঝতে পেরেছেন ফ্রেজার-ম্যাকগার্ক। তবে এতে কোনো দুঃখ নেই তার। তরুণ এই ওপেনার আরও বলেন, ‘এটাও বুঝতে হবে যে, দলে জায়গা বের করা কঠিন। ডেভিড ওয়ার্নার আছেন সেখানে, তিন সংস্করণ মিলিয়ে আমাদের সর্বকালের সেরা ওপেনার। ট্রাভিস হেড আছেন, এখানে (আইপিএলে) তিনি জ্বলে উঠেছেন এবং গত দেড় বছর ধরেই দারুণ উজ্জ্বল। এরপর আছেন মার্শ, তিনিও একইরকম এবং দলের অধিনায়কও। পাঁচ বা ছয় নম্বরেও নিজেকে ব্যাটিংয়ে দেখছি না আমি, কারণ টিম ডেভিড, ক্যামেরন গ্রিন ও এই ধরনের ব্যাটসম্যান দিয়ে জায়গাটি মোটামুটি থিতু। সুযোগ না পাওয়ার ব্যাপারটি তাই এভাবেই দেখি। কোনো সমস্যা নেই। আশা করি, আরও অনেক সময় পড়ে আছে সামনে।’
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status