ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

অবৈধ স্থাপনা ও দোকানপাট সরাতে সওজের মাইকিং

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
৫ মে ২০২৪, রবিবার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডসহ মহাসড়কের বিভিন্ন স্থানে ময়লার ভাগাড় বন্ধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে চিঠি দিয়েছে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে মহাসড়কের পাশে সকল ধরনের ময়লা-আবর্জনা অপসারণ করে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এক চিঠির মাধ্যমে ময়লার ভাগাড় সরানোর এই নির্দেশনা দেয়া হয়। ২৫শে এপ্রিল পরিবেশ অধিদপ্তরের পাঠানো চিঠি গ্রহণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।  এদিকে মহাসড়কের পাশ থেকে ময়লা-আবর্জনা অপসারণের জন্য হাইকোর্টে করা এক রিটে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে বিবাদী করা হয়েছে। এদিকে সাইনবোর্ড থেকে শুরু করে মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ মহাসড়ককে দখলমুক্ত রাখা এবং নিরাপদ যাতায়াতের জন্য কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত অবৈধ স্থাপনা, দোকানপাট  সরিয়ে নিতে সওজের পক্ষ থেকে এরই মধ্যে মাইকিং করা হয়েছে। ভুক্তভোগীরা জানান, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় অপসারণের পর সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে দিলে অসাধু লোকজন আর ময়লা ফেলতে পারবে না। কিংবা কোনো সংস্থার মাধ্যমে ময়লা ফেলার স্থানগুলোতে সবুজ গাছ-গাছালি কিংবা বনায়ন করার সুযোগ দিলে মানুষ উপকৃত হবে।

বিজ্ঞাপন
 নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে পাঠানো  নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের চিঠিতে বলা হয়, সিদ্ধিরগঞ্জের সানারপাড়া, সাইনবোর্ড, পারিজাত, প্রো-অ্যাকটিভ হাসপাতালের আশপাশের এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের বাসাবাড়ির বর্জ্য কিছু অসাধু লোক দিনের পর দিন  মহাসড়কের পাশে ফেলে গুরুত্বপূর্ণ মহাসড়কটির পরিবেশ যেমন বিনষ্ট করছে তেমনি মহাসড়কের আশপাশে বসবাসরত জনগোষ্ঠীকে মশাবাহিত ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ফেলে দিয়েছে। এ ছাড়া পাশে হাসপাতাল (প্রো-আ্যাকটিভ) থাকায়  হাসপাতালে আগত সেবাগ্রহীতা ও আশপাশে বসবাসকারী মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এ বিষয়ে প্রেস অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন করা হলে হাইওয়ে থেকে ১৫ দিনের মধ্যে ময়লা-আবর্জনা সরানোর জন্য নির্দেশ দেয়া হয়। হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ এ রায় প্রদান করেন।  রিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রতিনিধি, সচিব, বন ও পরিবেশ মন্ত্রণালয়, সড়ক ও জনপথ মন্ত্রণালয় সচিব, পরিবেশ অধিদপ্তরের  মহাপরিচালক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশেনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ জেলা বনবিভাগের প্রধান কর্মকর্তাকে বিবাদী করা হয়। হাইকোর্টের রায়ে বলা হয়, সিদ্ধিরগঞ্জ এলাকার মহাসড়কে সব ধরনের অবৈধ ময়লা আবর্জনার স্তূপ বন্ধে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ও আইনানুগ কর্তৃত্ব ব্যতীত ঘোষণা করা হবে না এবং এর কোনো আইনগত প্রভাব নেই তার কারণ দর্শানোর আহ্বান জানিয়ে একটি বিধিনিষেধ জারি করা হোক। বিবাদীদের কাছে জবাব চাওয়া হয়, সিদ্ধিরগঞ্জ এলাকা, নারায়ণগঞ্জের উল্লিখিত মহাসড়ক থেকে সমস্ত আবর্জনা/ল্যান্ডফিল অপসারণের নির্দেশ দেয়া কেন উচিত নয়, তা চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়।  

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status