ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

সোনাগাজীতে আসামির হামলায় তিন পুলিশ সদস্য আহত বাবা-ছেলে গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
৫ মে ২০২৪, রবিবার

ফেনীর সোনাগাজীতে কুয়েত প্রবাসী ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে আসামি ও তার সন্তানদের হামলায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। গত শুক্রবার রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের কুয়েত প্রবাসী মো. ইয়াহিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় পলাশ। তবে এ ঘটনায় পুলিশ ও প্রবাসী পরিবারের পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। আহতরা হলেন সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম সরকার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল খায়ের ও কনস্টেবল মোহাম্মদ আলী। গ্রেপ্তারকৃতরা হলেন কুয়েত প্রবাসী মো. ইয়াহিয়া (৫৭) ও তার ছেলে মো. আবদুল আজিজ (২৪)। ওসি জানান, কুয়েত প্রবাসী ইয়াহিয়ার বিরুদ্ধে তার ভাইদের দায়ের করা চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ফেনীর একটি আদালত। সম্প্রতি দেশে ফিরে গত বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিষিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজীর হয়ে আসামি ইয়াহিয়া তিনটি মামলায় জামিন নেন বলে দাবি করেন। তবে আসামি আদালত থেকে জামিন নিলেও তিনি থানায় রিকল বা জামিনের আদেশের কপি জমা দেননি। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাহবুব আলম সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল তার বাড়িতে গেলে পুলিশ সদস্যদের ঘরে ঢুকতে বাধা দেয় আসামির স্বজনরা। এ সময় তিন পুলিশ সদস্যকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়।

বিজ্ঞাপন
একপর্যায়ে পুলিশ ইয়াহিয়া ও তার ছেলে আবদুল আজিজকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আহত তিন পুলিশ সদস্য সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অপরদিকে প্রবাসী মো. ইয়াহিয়ার পরিবারের দাবি, জামিনে থাকার পরও পুলিশ সদস্যরা জোরপূর্বক ঘরে ঢুকে ইয়াহিয়া ও তার তিন ছেলেসহ স্বজনদের বেধড়ক পিটুনি দিয়ে আহত করেছে। পরে তারা ইয়াহিয়া ও তার ছেলেকে নিয়ে যায়। ফেনীর সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) তাসলিম হুসাইন জানান, এ ঘটনায় এসআই মহাবুব আলম সরকার বাদী হয়ে কুয়েত প্রবাসী ইয়াহিয়া ও তার তিন ছেলেকে আসামি করে বৃহস্পতিবার রাতেই মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পলাশ আরও জানান, পুলিশের ওপর হামলার মামলায় দু’জন আসামিকে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status