ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ইসরাইলের হুমকি

যুদ্ধবিরতি না হয় রাফায় আগ্রাসন

মানবজমিন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ৪ মে ২০২৪, শনিবার, ৩:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

mzamin

গাজার যোদ্ধাগোষ্ঠী হামাসকে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে এক সপ্তাহ সময় দিয়েছে ইসরাইল। যদি এ সময়ের মধ্যে তারা রাজি না হয়, তাহলে রাফায় আগ্রাসন চালাবে ইসরাইল। যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার জন্য যখন হামাসের একটি প্রতিনিধি দল মিশরে পৌঁছেছে, তখন এমন হুমকি দিয়েছে ইসরাইল। এই সমঝোতাকে দেখা হচ্ছে ‘ডু অর ডাই’ বা বাঁচামরার সমঝোতা হিসেবে। অনলাইন আল জাজিরা বলেছে, মিশর থেকে একটি চুক্তিতে পৌঁছার জন্য বদ্ধপরিকর হামাস। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ইসরাইলের দেয়া যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির প্রস্তাবের লিখিত জবাব মিশরে বৈঠকে দেয়ার কথা হামাস প্রতিনিধিদের। তারা মিশরে পৌঁছার আগেই শুক্রবার মিশরে উপস্থিত হন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস। মিশরের নিরাপত্তা সূত্র এবং কায়রো বিমানবন্দরের তিনটি সূত্র এ খবর নিশ্চিত করেন। 

উল্লেখ্য, বার বার হামাস ও ইসরাইলের মধ্যে সমঝোতার চেষ্টা করেছে বিভিন্ন দেশ। তার মধ্যে মিশরও ছিল। কিন্তু কোনো প্রচেষ্টা কাজে আসছিল না।

বিজ্ঞাপন
গত মাসে নতুন করে মিশর শুরু করে। এরই মধ্যে গাজার দক্ষিণে রাফায় ইসরাইল ভয়াবহ স্থল অভিযান চালানোর হুঁশিয়ারি দেয়। তাতে উদ্বেগ দেখা দেয় মিশরে। কারণ, মিশরের সিনাই উপত্যকার কাছে অবস্থিত এই রাফায় অবস্থান করছেন কমপক্ষে ১৩ লাখ নিরীহ ফিলিস্তিনি। ফলে সেখানে সামরিক অভিযান চালানোর বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতারা।

পাঠকের মতামত

যুদ্ধ হচ্ছে মূলত;যক্ত রাষ্ট্র যুক্ত রাজ্য পশ্চিমা দুনিয়ার সাথে। উদ্দেশ্য হচ্ছে সৌদি আরবকে ইরানের বিরুদ্ধে, ইসরায়েলের সাথে ঐক্যস্থাপন করার জন্য।শ্রেফ মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করা।প্রায় ৩৫০০০/ হাজার বলি হয়েগেল।

Md.Nurul alam.
৪ মে ২০২৪, শনিবার, ৬:২২ অপরাহ্ন

যুদ্ধটা করছে যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য, ইসরাইল, জার্মানি সহ বিভিন্ন জায়োনিস্ট-ক্রুসেডাররা। তাঁদের সাথে আছে পশ্চিমা দেশের তথাকথিত স্বাধীন সংবাদ মাধ্যম, এরা মুসলমানদের বিরুদ্ধে প্রচারনার যুদ্ধ করাটা নিজেদের দায়িত্ব মনে করে। মনে হচ্ছে তাঁদের আস্ফালন এখন শুধু কাগজে কলমেই। হামাস, হিজবুল্লাহ ও হুথির সাথে যুদ্ধে এদের বেশী সুবিধা হচ্ছে না। এখন মুখ রক্ষা করার চেষ্টা করছে। অন্যান্য মুসলিম দেশ বিশেষ করে মধ্যপ্রাচ্যের আরব দেশ গুলি প্যালেস্টাইনিদের বিরুদ্ধে না থেকে তাঁদের পাশে থাকলে যুক্তরাস্ট্র গং প্যালেস্টাইনে এত তান্ডব চালাতে পারত না।

ওবাইদুল
৪ মে ২০২৪, শনিবার, ৫:০৬ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status