ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

৭৫ হাজার বছর আগের নারীর মুখাবয়ব প্রকাশ করলেন বিজ্ঞানীরা

মানবজমিন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৬:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৩৫ অপরাহ্ন

mzamin

প্রায় ৭৫ হাজার বছর আগের প্রাগৈতিহাসিক যুগের একজন মহিলার মুখের অবয়ব প্রকাশ করেছেন নৃবিজ্ঞানীরা। এর মাধ্যমে হাজার হাজার বছর আগে একজন নিয়ানডার্থাল মহিলা দেখতে কেমন ছিলেন তার রহস্য উন্মোচিত হল। বেশ কয়েক বছর আগে খুঁজে পাওয়া মাথার একটি খুলি এবং মানব দেহের বেশ কয়েকটি হাড়ের ওপর গবেষণা করে এগুলোকে প্লাইস্টোসিন যুগের নিয়ানডার্থাল প্রজাতির নারী কঙ্কাল বলে তথ্য দিয়েছেন গবেষকরা। তারা বলেছেন, খুঁজে পাওয়া হাড়গুলো ছিলো বিস্কুটের মতো নরম। ফলে এগুলোকে একত্রিত করতে তাদের ভালোই বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে মাথার খুলি এবং হাড়গুলোকে একত্রিত করে থ্রি-ডি মডেলের মাধ্যমে এর মুখাবয়বের রূপ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, ‘সিক্রেটস অব দ্য নিয়ানডার্থাল’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিবিসি স্টুডিওস নির্মিত এই প্রমাণ্যচিত্রে প্রাগৈতিহাসিক এ প্রজাতির ইতিহাস তুলে ধরা হয়। সেখানে বলা হয়, আজ থেকে বহু বছর আগে এ প্রজাতিটির বিলুপ্ত হয় যাদের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

বিজ্ঞাপন
গবেষকদের ধারণা আজ থেকে প্রায় ৪০ বছর আগে নিয়ানডার্থাল প্রজাতির বিলুপ্তি ঘটে।

বহু বছর আগে বিলুপ্ত হওয়া এই প্রজাতির নারীরা দেখতে কেমন ছিলেন তা দেখতে মাথার খুলিতে মানুষের চেহারার আকৃতি দিয়েছেন গবেষকরা। খুলিতে চেহারার আকৃতি দিতে গবেষকরা ব্যবহার করেছেন থ্রি-ডি মডেল নামের বিশেষ এক প্রযুক্তি।

ইউনিভার্সিটি অব কেমব্রিজের একদল নৃবিজ্ঞানী এই গবেষণার কাজ করেছেন। তাদের একজন ড. ইমা প্রোমেরয়। তিনি বলেছেন, খুঁজে পাওয়া এই নিয়ানডার্থাল তার হারিয়ে যাওয়া পরিচয় পেতে সাহায্য করেছে। বিবিসিকে তিনি আরো বলেছেন, প্রাগৈতিহাসিক যুগের যে কাউকে নিয়ে কাজ সত্যিই খুব মজার এবং আনন্দের। তবে শুধু তাকে নিয়ে কাজ করাটা আরো বেশি মজার। 

যে মাথার খুলির ওপর ভিত্তি করে মডেলটি তৈরি করা হয়েছে তা ইরাকের কুর্দিস্তানের শানিদার গুহায় আবিষ্কার করা হয়েছে। এর আগে ১৯৫০ সালে এখানে নিয়ানডার্থাল প্রজাতির নারী-পুরুষ এবং তাদের সন্তানদের হাড় ও মাথার খুলি আবিষ্কার করেন বিজ্ঞানীরা। মূলত সেসময় থেকেই এই স্থানটি নৃতাত্ত্বিকদের কাছে বেশ আগ্রহের স্থান হিসেবে পরিচিত।  পরে ২০১৫ সালে যখন বৃটিশ গবেষকদের সেখানে আবার আমন্ত্রণ জানানো হয় তখন তারা সেখানে মানবদেহের বেশ কিছু অংশ আবিষ্কার করেন। খুঁজে পাওয়া মাথার খুলিটি ছিল বেশ বড় এবং পুরু। এর পিছনের অংশ দেখতে অনেকটা পিৎজার মতো সমতল। বিবিসিকে এসব তথ্য দিয়েছেন কেমব্রিজের অধ্যাপক গ্রিম বার্কার। ২০১৫ সালে শানিদার গুহায় গবেষক দলের প্রধান হিসেবে কাজ করেছেন তিনি। বলেছেন, এটা আমাদের জন্য একটি স্মরণীয় ঘটনা। প্রতিনিয়তই অতীতকে স্পর্শ করার মাধ্যমে আমাদের অস্তিত্ব জানতে পারি। তবে আমরা ভুলে যাই অতীত কতটা অসাধারণ ছিল। 

পাঠকের মতামত

আল্লাহু তা আ'লা মুছা আলাইহি চ্ছালামের ক‌ওম বনী ইসরাইল দের কে শনিবারে মৎস শিকার নিষেধ করায় কিছু লোকের হটকারীতার কারনে তাদের চেহারা (ক্কিরাদাতান খ ছিয়ীন) মানে বানরাকৃতি করে দেন। সেই আয়াতের ব্যাখ্যা উল্টো করে ওরা বানরের বংশধর হতে চায়। তা যারা হতে চায় হোক আল্লাহ যেন ওদের আশা পুরন করে চেহারাও ওদের পূর্ব পুরুষের অর্থাৎ বানরের মতোই করে দেন আমীন। আমরা ঈমান এনেছি আল্লাহর উপর আমরা নিঃসন্দেহে নিসংকোচে আল্লাহর (আশরাফুল মাখলুকাত)সৃষ্টির সেরা আদম আলাইহি চ্ছালামের সন্তান। আলহামদুলিল্লাহ।

নূর মোহাম্মদ এরফান
৪ মে ২০২৪, শনিবার, ১১:০০ পূর্বাহ্ন

আল্লাহ মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন।

Md. Younus
৪ মে ২০২৪, শনিবার, ১০:৪৩ পূর্বাহ্ন

নেই কাজ তো খই ভাজ

জিয়াউল হক
৪ মে ২০২৪, শনিবার, ৮:৪১ পূর্বাহ্ন

কত প্রাণপণ প্রচেষ্টাইনা এরা চালিয়ে যাচ্ছে মানুষকে বানর থেকে সৃষ্টি করা প্রমাণ করার জন্য।

গোলাম নূর
৩ মে ২০২৪, শুক্রবার, ৭:৩৮ অপরাহ্ন

প্রথম নারী ছিলেন হাওয়া ( আঃ )। তিনি পৃথিবীর সুন্দরীতম মহিলা । একটা মনগড়া কল্পকাহিনী বিজ্ঞানের নামে চালিয়ে আর পার পাওয়া যাবে না ।

তানভীর
৩ মে ২০২৪, শুক্রবার, ২:০৭ অপরাহ্ন

আমার দাদার কবর থেকে দাদার ছবি বের করুক দেখি কেমন মেলে। তারপর বুঝব গবেষনা নাকি গাঁজাখুরি।

ajad
৩ মে ২০২৪, শুক্রবার, ১২:৩৮ অপরাহ্ন

মনগড়া কল্পকাহিনী বিজ্ঞানের নামে চালিয়ে দেয়া। ৭৫ হাজার বছর আগের বললেই হলো, আর আমরা বিশ্বাস করলাম।

মো: রফিকুল ইসলাম
৩ মে ২০২৪, শুক্রবার, ১২:০৩ অপরাহ্ন

ফালতু গবেষণা

Bablu
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১০:০৯ অপরাহ্ন

বিজ্ঞানীরা এটা প্রমাণ করতে প্রাণপন চেষ্টা করছে যে মানুষের পূর্ব পুরুষ বানর ছিল যেটা সম্পূর্ণ একটি ভুল ধারণা, বিবর্তন তত্ত্ব মানুষ ছাড়া অন্য সব প্রাণীর ক্ষেত্রে সঠিক

আবদুস ছালাম
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৯:৫২ অপরাহ্ন

যত বড় বিজ্ঞানী তত বড় বিকারগ্রস্ত।

Md Abdullah
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৯:৪২ অপরাহ্ন

Her age was 990.

scientist
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৯:২৬ অপরাহ্ন

বিজ্ঞানের নামে চালিয়ে দেওয়া আজগবি গবেষণ।

মুশফিকুর রহমান
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৯:১৩ অপরাহ্ন

গাঁজাখোর বিজ্ঞানী। পৃথিবীর প্রথম নারী হাওয়া আঃ কো শ্রেষ্ঠতম সৌন্দর্যের অধিকারী করে সৃষ্টি করেছিলেন। এত কুৎসিত ছবি পাগলগুলো পেল কোথায়!!

Jahangir
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৭:৩৭ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status