ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

চ্যাম্পিয়নস ট্রফির সূচি জমা দিয়েছে পাকিস্তান, ভারতের সব ম্যাচ একই শহরে

স্পোর্টস ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৫:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২১ অপরাহ্ন

mzamin

২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যেতে টালবাহানা করতে পারে ভারত। এ কারণে গত ডিসেম্বরেই আইসিসি’র সঙ্গে আয়োজন স্বত্বের চুক্তি সম্পন্ন করে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই চুক্তির অর্থ যত কিছুই হোক, টুর্নামেন্ট আয়োজনের অধিকার পাকিস্তানের কাছেই থাকবে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এসবে পাত্তা না দিয়ে কদিন আগে ইঙ্গিত দেয়, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে তারা পাকিস্তানে দল পাঠাবে না। বিসিসিআই এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় পিসিবি তাদের পরবর্তী করণীয় ঠিক করেনি। তবে পাকিস্তানে কোহলি-রোহিতদের পাঠাতে বিসিসিআইকে নতুন প্রস্তাব দিয়েছে পিসিবি।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ ও ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, আইসিসির কাছে গত সপ্তাহে চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি জমা দিয়েছে পিসিবি। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে করাচির ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম আর রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়ামকে। ফাইনাল হওয়ার কথা লাহোরে। যেহেতু ভারত নিরাপত্তার কারণে পাকিস্তানে দল পাঠাতে চায় না, তাই তাদের ম্যাচ একটি শহরেই আয়োজন করা হবে।

বিজ্ঞাপন
সেটা লাহোর হওয়ার সম্ভাবনাই বেশি।

ক্রিকেট পাকিস্তান তাদের প্রতিবেদনে লিখেছে, অবকাঠামোগত এবং নিরাপত্তা চ্যালেঞ্জ কমানোর কৌশলগত পদক্ষেপ হিসেবে ভারতের সব ম্যাচ একটি শহরেই আয়োজন করতে চায় পিসিবি। স্টেডিয়ামের কাছের হোটেলেই ভারতীয় দলকে কড়া নিরাপত্তাব্যবস্থায় রাখা হবে। তা ছাড়া লাহোর আত্তারি-ওয়াগা সীমান্ত থেকে কাছাকাছি দূরত্বে হওয়ায় ভারতের সমর্থকদের জন্য ভ্রমণ বেশ সহজ হবে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জিও নিউজও এক ভেন্যুতে ভারতের সব ম্যাচ আয়োজনে পিসিবির পরিকল্পনার কথা জানিয়েছে।

ভারতের একটি সূত্র জিও নিউজের সংবাদদাতাকে বলেছেন, ‘পাকিস্তান সফরের ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত ভারত প্রস্তাবিত হিসেবে বিবেচনা করে যাবে। বছরের শেষ দিকে বিসিসিআই যখন (ভারত) সরকারের কাছে অনুমোদন চাইবে, আমরা তখনই জানাতে পারব। পাকিস্তানের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক তখন কোন পর্যায়ে থাকবে, সেটার ওপর নির্ভর করছে।’

বিরাজমান অনিশ্চয়তা সত্ত্বেও ভারতসহ সব দলকে সঙ্গে নিয়েই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ব্যাপারে আশাবাদী পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এ ব্যাপারে তিনি বলেছে, ‘আমরা পুরো চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানেই আয়োজন করতে চাই। আমরা এরই মধ্যে আইসিসিতে সূচি জমা দিয়েছি। আইসিসির নিরাপত্তা দল পাকিস্তানে এসেছিল। তারা আমাদের আয়োজন দেখে খুব খুশি।’
তবে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা দল ও টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া সব দলের মতামত নেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।

গত বছর এশিয়া কাপেরও আয়োজন স্বত্ব ছিল পাকিস্তানের হাতে। কিন্তু ভারত পাকিস্তানে দল না পাঠানোয় শ্রীলঙ্কাকে নিয়ে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করে পিসিবি, যেটি হাইব্রিড মডেলের এশিয়া কাপ নামে পরিচিতি পেয়েছে। এই মডেল অনুযায়ী, ভারত তাদের সব ম্যাচ খেলে শ্রীলঙ্কায়। ফাইনালও হয়েছিল শ্রীলঙ্কায়। চ্যাম্পিয়নস ট্রফি যাতে হাইব্রিড মডেলে আয়োজন করতে না হয়, সে জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পিসিবি।
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হবে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। ৮ দলের টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ছাড়াও খেলবে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status