ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

জার্মানিতে খুন দুই ইউক্রেনের সৈনিক!

মানবজমিন ডিজিটাল

(২ সপ্তাহ আগে) ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২০ অপরাহ্ন

mzamin

দক্ষিণ জার্মানিতে দুই ইউক্রেনীয় সেনাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে  একজন রাশিয়ান ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। দুই ইউক্রেনীয় ব্যক্তির  বয়স ছিল ২৩ এবং ৩৬ বছর। তারা দক্ষিণ জার্মান কাউন্টি গার্মিশ-পার্টেনকির্চেনে বসবাস করত। উচ্চ বাভারিয়ার মুরনাউ গ্রামের একটি শপিং সেন্টার প্রাঙ্গণে তাদের হত্যা করা হয়।

জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, সন্ধ্যায় হত্যাকাণ্ডের পরপরই, পুলিশ ৫৭ বছর বয়সী একজন রাশিয়ানকে হত্যার সন্দেহে গ্রেপ্তার করেছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, দুই ব্যক্তি ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্য; “প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত নাগরিকদের জার্মানিতে চিকিৎসা চলছিল। জার্মান গোপনীয়তা নীতির সঙ্গে সঙ্গতি রেখে সন্দেহভাজনদের নাম প্রকাশ করা হয়নি। হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তিনজন একে অপরকে চিনতো কিনা তাও স্পষ্ট নয়। এই ঘটনা প্রসঙ্গে ইউক্রেনের বিদেশমন্ত্রকের তরফেও বিবৃতি জারি করে বলা হয়েছে, মৃতরা ইউক্রেনীয় সেনার আধিকারিক ছিলেন। জার্মানিতে তাদের চিকিৎসা চলছিল।

বিজ্ঞাপন
এই বিষয়ে বাভারিয়া প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হেয়ারমান জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পরে পুলিশ সন্দেহভাজন হিসেবে এক রুশ নাগরিককে গ্রেপ্তার করেছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে ১ মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় শরণার্থী জার্মানিতে এসেছিল। জার্মানিতে একটি উল্লেখযোগ্য রাশিয়ান অভিবাসী সম্প্রদায় এবং ২.৫ মিলিয়ন রাশিয়ান জার্মান বংশোদ্ভূত যারা বেশিরভাগই ১৯৯০ এর দশকের গোড়ার দিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে দেশে চলে গিয়েছিল।

সূত্র: ভয়েস অফ আমেরিকা

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status