ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

গাজায় শরণার্থী শিবিরে বোমা হামলা, রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা

মানবজমিন ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪, রবিবার

গাজার কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবিরের আবাসিক ভবন লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে সেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার নিচে আটকা পড়েছেন বিপুলসংখ্যক মানুষ। জরুরি উদ্ধারকর্মীরা তাদেরকে উদ্ধারে কাজ করে যাচ্ছিলেন। এ ছাড়া রাফায় দুটি বাড়িতে আকাশ থেকে হামলা চালিয়েছে ইসরাইল। ওদিকে গাজায় যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে যে প্রতিবাদ বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, তা এখন ইউরোপ ও তার বাইরেও ছড়িয়ে পড়ছে। রাফায় অস্বাভাবিক গরমে মারা গেছে একটি কন্যাশিশু। এমন খবর দিয়েছে মানবাধিকার সমন্বয়কারী অফিস। ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে সেখানে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়ে মারাত্মক উদ্বেগ সৃষ্টি হয়েছে। ওদিকে গাজায় একটি সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য ইসরাইলের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছে হামাস।

বিজ্ঞাপন
এখন তারা এই ডকুমেন্টকে পর্যালোচনা করে জবাব দেবে। ৭ই অক্টোবর থেকে গাজা যুদ্ধে কমপক্ষে ৩৪,৩৮৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এতে আহত হয়েছেন কমপক্ষে ৭৭,৪৩৭ জন।  এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, শনিবার লন্ডনের কেন্দ্রীয় অঞ্চলে বিক্ষোভ করার কথা হাজার হাজার মানুষের। এই বিক্ষোভ আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসডি)।  এর পরিচালক বেন জামাল বলেন, এই বিক্ষোভ থেকে তারা দুটি মূল বার্তা দিতে চান। প্রথমত, ফিলিস্তিনি জনগণের জন্য সংহতি। সেটা হলো- আমরা তোমাদের দুর্ভোগ দেখছি। তোমাদের কণ্ঠস্বর শুনছি এবং তোমাদের পাশে আছি। দ্বিতীয় বার্তাটি হলো- ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের গণহত্যা চালানো বন্ধ করতে উদ্যোগ নিতে হবে বৃটিশ রাজনীতিকদের। ওদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোগ-ব্যাধি এবং মহামারি ছড়িয়ে পড়তে পারে বলে সতর্কতা দিয়েছে। কারণ, পয়ঃনিষ্কাশনের পানি উপচে পড়ছে। রাস্তার ওপর ময়লার ভাগাড়। তার পাশেই বাস্তুচ্যুত মানুষের অবস্থান। দখলীকৃত এই উপত্যকায় একই সঙ্গে বিস্তার হয়েছে কীটপতঙ্গের। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ও মানবিক সব প্রতিষ্ঠানের প্রতি দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করতে আহ্বান জানানো হয়েছে।  

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status