ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

৭৫ মিলিয়ন ডলার ব্যয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা কোর্স চালু করছে গুগল

মানবজমিন ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪, রবিবার
mzamin

শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর দক্ষতা বাড়াতে ৭৫ মিলিয়ন ডলার ব্যয়ে নতুন কোর্স চালু করার ঘোষণা দিয়েছে জায়ান্ট সার্চ ইঞ্জিন গুগল। কাজের দক্ষতা এবং শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রে এআইয়ের ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে এমন উদ্যোগ হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার অনলাইন ভিত্তিক গণমাধ্যম সিএনইটি’র বরাতে এসব বিষয় উদ্ধৃতি করে খবর প্রকাশ করেছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন এবং দক্ষ জনবল  তৈরিতে এআইয়ের ব্যবহার নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে গুগল। এ বিষয়ে গুগলের গবেষণা বিষয়ক কর্মকর্তা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেমস মানিয়াকা বলেছেন, সুনির্দিষ্টভাবে দক্ষ জনবল এবং অর্থনৈতিক উন্নয়নে এআইয়ের ব্যবহার নিয়ে কোর্স শুরু করতে যাচ্ছে গুগল। এর পাশাপাশি প্রযুক্তি খাতের জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি ‘গুগল এসেনশিয়ালস’ শীর্ষক একটি অনলাইন কোর্স চালু করারও ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব কোর্সের মাধ্যমে এআই ব্যবহারকারী আরও দক্ষতা অনুশীলনের সুযোগ পাবে। প্রতিদিন দশ ঘণ্টাব্যাপী বিভিন্ন কারিকুলামের এসব প্রতিটি কোর্সের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ ডলার। এর মাধ্যমে একজন ব্যবহারকারী এআইয়ের ক্ষেত্রে নিজেকে আরও দক্ষ করতে পারবে।  শুক্রবার সিএনইটি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
কোর্স শেষে প্রতি শিক্ষার্থীকে সনদ দেয়া হবে বলেও জানিয়েছে অনলাইনভিত্তিক ওই গণমাধ্যম। শিক্ষার্থী অথবা কর্মরত ব্যক্তিদের যে কেউ এসব কোর্সের মাধ্যমে খুব সহজেই তার ক্যারিয়ারে সফলতা অর্জনে সক্ষম হবে বলে মনে করেন খাত প্রযুক্তি বিশেষজ্ঞরা।  

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status