ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

অর্থ-বাণিজ্য

বেক্সিমকো শিল্পপার্ক পরিদর্শন করলেন কিরগিজ প্রজাতন্ত্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী আভাজবেক

অর্থনৈতিক রিপোর্টার
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার
mzamin

কিরগিজ প্রজাতন্ত্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী আভাজবেক আতাখানভ গত ২৩শে এপ্রিল বেক্সিমকো শিল্পপার্ক পরিদর্শন করেছেন। বেক্সিমকো গ্রুপের উপদেষ্টা সৈয়দ নাভেদ হুসাইন এবং প্রেসিডেন্ট ও সিইও আহমেদ শাহরিয়ার রহমান কিরগিজ উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আসা প্রতিনিধিদলকে বেক্সিমকো শিল্পপার্কে উষ্ণ অভ্যর্থনা জানান।

কিরগিজ উপ-পররাষ্ট্রমন্ত্রী বেক্সিমকো’র অত্যাধুনিক প্রযুক্তিসংবলিত ভারটিক্যাল টেক্সটাইল উৎপাদন ইউনিট ও বিশ্বের বৃহত্তম টেকসই আধুনিক ওয়াশিং প্ল্যান্ট দেখে খুবই মুগ্ধ হন। এ ছাড়া কিরগিজ উপ-পররাষ্ট্রমন্ত্রী বেক্সিমকো’র ভারটিক্যাল সিরামিক প্ল্যান্ট (শাইনপুকুর সিরামিকস লিমিটেড) পরিদর্শন করেন। সেরা মানের বোন-চায়না ও চীনামাটির তৈজসপত্র উৎপাদনকারী এ প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রক্রিয়া পরিদর্শন করে অভিভূত হন তিনি।

এই পরিদর্শনকালে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পরিচালক মিজ লিরা সাবিরোভা, উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (একইসঙ্গে কিরগিজ প্রজাতন্ত্রের জন্য দায়িত্বপ্রাপ্ত) ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (পূর্ব ইউরোপ এবং সিআইএস) মোহাম্মদ আল আলেমুল ইমাম প্রমুখ। 
 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status