ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

সাংবাদিকদের ওপর চড়াও শিবা শানু-জয়

স্টাফ রিপোর্টার
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার
mzamin

গত মঙ্গলবার বিকালে ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান। আর এ যাত্রাতেই রচিত হলো এক কলঙ্কজনক অধ্যায়। যেমনটা এফডিসি কিংবা চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসে ঘটেনি কখনো। শপথ অনুষ্ঠান শেষে এক শিল্পীর সাক্ষাৎকার নেয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত কয়েক সদস্যসহ বেশ ক’জন শিল্পীর মারধরের শিকার হয়েছেন ১০ জন বিনোদন সাংবাদিক। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে চলচ্চিত্র অভিনেতা শিবা শানু ও জয় চৌধুরীর নেতৃত্বেই মূলত সাংবাদিকদের ওপর হামলা করা হয়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সমিতির অফিসে খবরের কাগজ পত্রিকার সাংবাদিক মিথুন আল মামুন সাক্ষাৎকার নিতে চান ময়ূরীর মেয়ের। ময়ূরীর মেয়েকে প্রশ্ন করেন আপনি আপনার মায়ের সিনেমা দেখেন কিনা। তার এমন প্রশ্নেই রেগে যান খল অভিনেতা শিবা শানু। তিনি সেই সাংবাদিককে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে নিয়ে যান।

বিজ্ঞাপন
এ সময় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে শিবা শানুকে থামাতে চান। এতেই শুরু হয় হট্টগোল। তখনই শিল্পী সমিতির সদস্য চিত্রনায়ক জয় চৌধুরী খারাপ ভাষা ব্যবহার করে ‘মার মার’ বলে তেড়ে যান সাংবাদিকদের দিকে। এ কয়েকজন শিল্পীর সঙ্গে যোগ দেন অন্য সমিতির কিছু লোকও। এ সময় সাংবাদিকদের চেয়ার নিয়ে তেড়ে আসেন তারা। পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। এফডিসি পরিণত হয় রণক্ষেত্রে। মারামারিতে রক্তাক্ত হন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ১০ জন সাংবাদিক। শিবা শানু ও জয় চৌধুরী সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর এক বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। এদিকে বিনোদন সাংবাদিকদের তরফ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে শিল্পী সমিতিকে। এ সময়ের মধ্যে সাংবাদিকদের মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। শিল্পী সমিতিও এ আল্টিমেটাম মেনে নিয়েছে। 
 

পাঠকের মতামত

এটা মনে হয় সন্ত্রাসীদের মেলা ছিল। সাংবাদিক ভাইদের বলি এদের সিনেমা তো কেউ দেখেনা, আপনারা কেন এদের news cover করতে যান।

SHUVO
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৮:৪৩ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status