ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

টফিতে আইসিসি টুর্নামেন্টের এক্সক্লুসিভ ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেলো বাংলালিংক

স্পোর্টস রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৫:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫৯ অপরাহ্ন

mzamin

দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান, বাংলালিংক ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশে সকল আইসিসি টুর্নামেন্ট সম্প্রচারের এক্সক্লুসিভ ডিজিটাল স্বত্ব পেয়েছে। প্রতিষ্ঠানটির ডিজিটাল বিনোদন প্ল্যাটফরম টফিতে আগামী ২রা জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রচারের মাধ্যমে নতুন এই স্বত্বের কার্যক্রম শুরু হবে। 

টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (টিএসএম)-এর সঙ্গে কৌশলগত চুক্তির ফলে দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদন প্ল্যাটফরম টফি ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিতব্য বিশ্বের বৃহত্তম ক্রিকেট আসরের প্রতিটির এক্সক্লুসিভলি সম্প্রচার করবে। এই সময়ের মধ্যে ২০টি দেশের অংশগ্রহণে পুরুষদের ২১টি ম্যাচ ও নারীদের ৯৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

এখন পর্যন্ত পাঁচ কোটিরও বেশি দর্শক টফিতে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২, এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ ও আইসিসি পুরুষ বিশ্বকাপ ২০২৩-এর মতো টুর্নামেন্টগুলোর নির্বিঘ্ন সরাসরি সম্প্রচার উপভোগ করেছে। বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, বাংলাদেশের লাখো ক্রিকেটপ্রেমীদের ডিজিটালি খেলা দেখার মানসম্মত অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি তাদেরকে খেলার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সম্প্রচার স্বত্ব লাভের ফলে টফি ও মাইবিএল সুপারঅ্যাপের মাধ্যমে আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের ক্রিকেট উপভোগের সর্বোচ্চ অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই।’ টিএসএম-এর সিইও মো. মইনুল হক চৌধুরী, উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, টফি-এর সঙ্গে আমাদের বিদ্যমান চুক্তির মাধ্যমে উন্মুক্ত হওয়া বিশাল সম্ভাবনার বিষয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। আইসিসি ইভেন্টগুলোর পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টগুলোও টফিতে স্ট্রিমিং হবে ইতিমধ্যে যেগুলোর লাইসেন্স টিএসএম কর্তৃক টফিকে দেয়া হয়েছে। আমরা বিশ্বাস করি দেশের সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফরম টফি-এর সঙ্গে চুক্তির ফলে দর্শকদের ক্রিকেট দেখার অভিজ্ঞতাকে আমরা ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে পারবো। একই সঙ্গে বাংলাদেশে খেলার সঙ্গে ক্রীড়ামোদিদের আরও সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে আমরা নতুন মাত্রা যোগ করবো। টিএসএম-এর সঙ্গে এই চুক্তিটি টফি ও মাইবিএল সুপার অ্যাপ-এর মাধ্যমে গ্রাহকদের উচ্চ মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে বাংলালিংক-এর ক্রমাগত প্রচেষ্টারই প্রতিফলন। ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলালিংক-এর সিইও এরিক অস, বাংলালিংক-এর চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরীসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই ঘোষণাটি দেয়া হয়।

বিজ্ঞাপন

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status