বিনোদন

সংবাদপত্র নিয়ে মধ্যরাতের টাটকা আয়োজন ‘আজকের সংবাদপত্র’-এর যুগপূর্তি আজ

স্টাফ রিপোর্টার

৫ আগস্ট ২০১৭, শনিবার, ১:২৬ পূর্বাহ্ন

সংবাদপত্র নিয়ে মধ্যরাতের টাটকা আয়োজন ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানের যুগপূর্তি আজ। মতামত জরিপ, দর্শক ভোট, এসএমএস জরিপ সব মাধ্যমেই শীর্ষে ‘আজকের সংবাদপত্র’। কিন্তু এই অনুষ্ঠানের সূচনাটা সহজ ছিল না। শুরুতে রাত ১২টায় ছাপাখানা থেকে পত্রিকা নিয়ে তাৎক্ষণিক একটি অনুষ্ঠানের আয়োজন সম্ভব কিনা এমন প্রশ্ন ও সম্ভাব্যতা নিয়ে দ্বিধা ছিল খোদ আয়োজকদের মধ্যেই। প্রথম পরীক্ষামূলক অনুষ্ঠান প্রচারে মতিউর রহমান চৌধুরী সঙ্গী হিসেবে পেয়েছিলেন যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমকে। সেই থেকে শুরু। ইলেকট্রনিক মিডিয়ায় টকশোর ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা। অনুষ্ঠানের চিন্তা মাথায় এসেছিল অনেকটা নাটকীয়ভাবে। বিমানে বসে চ্যানেল আই’র কর্ণধার ফরিদুর রেজা সাগর ও মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর মধ্যে কথাচ্ছলে নানা উত্থান-পতন, অনুষ্ঠান করা যাবে কিনা, দর্শক দেখবে কিনা, পত্রিকা পাওয়া যাবে কিনাÑ এমন অগুনতি প্রশ্ন ছাপিয়ে অনুষ্ঠানের সূচনা ২০০৫-এর ৬ই আগস্ট। তারপরের কথা তো পাঠকদের জানাই আছে। দর্শকনন্দিত ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠান সফলতার সঙ্গে ১২ বছর অতিক্রম করে ১৩তম বছরে পদার্পণ করছে আজ। ২০০৫-এর ৬ই আগস্ট শুরু হওয়া সরাসরি প্রচার চলতি এ অনুষ্ঠানটি ইতিমধ্যে অর্জন করেছে ব্যাপক দর্শকপ্রিয়তা। দিনের প্রকাশিত পত্রিকার প্রথম সংস্করণের কপি নিয়ে রাত ১২টা ১ মিনিটে চ্যানেল আই’র ভিন্নধর্মী আয়োজন ‘আজকের সংবাদপত্র’ ঘুম কেড়ে নেয় অগণিত দর্শকের। রাতের আয়োজনে দেশে তো বটেই, দেশের বাইরে প্রবাসী দর্শকরা অনেক আগে পত্রিকা না পেয়েও জেনে যাচ্ছেন দিনের আলোচিত ঘটনাবলি ও প্রকাশিত সংবাদের বিশ্লেষণ। ‘আজকের সংবাদপত্র’ প্রথম প্রহরে শুরু হওয়া অন্য টিভি অনুষ্ঠানগুলোর পাইওনিয়ার। গত ১২ বছরে অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিল্প ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর, সাবেক বাণিজ্যমন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ রউফ, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সাবেক উপদেষ্টা সি এম শফি সামী, সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমদ, সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, প্রয়াত প্রথিতযশা সাংবাদিক এবিএম মূসা, সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম ও জগলুল আহমেদ চৌধূরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, চিন্তাবিদ ফরহাদ মজহার, সাবেক জ্বালানি উপদেষ্টা ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, প্রয়াত বিচারপতি ও নির্বাচন কমিশনার নাঈম উদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত মেজর জেনারেল (অব.) মঈনুল হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর বিক্রম, কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, প্রয়াত সংবিধান বিশেষজ্ঞ ড. এম জহির, প্রধান তথ্য কমিশনার ড. মুহাম্মদ জমির, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বিশিষ্ট সাংবাদিক ও মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে খ্যাতনামা সাংবাদিক ও সম্পাদকদের মধ্যে নিয়মিত অংশ নিয়েছেন ইত্তেফাকের সাবেক সম্পাদক ও পরিবেশ-বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ইমদাদুল হক মিলন, কালের কণ্ঠের সাবেক সম্পাদক আবেদ খান, সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক এম. আসাফউদ্দৌলাহ, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমদ, সংবাদ সম্পাদক প্রয়াত বজলুর রহমান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, জনকণ্ঠের নির্বাহী সম্পাদক প্রয়াত বোরহান আহমেদ, মাছরাঙা টেলিভিশনের সিইও প্রয়াত সৈয়দ ফাহিম মুন এম, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, নিউএজ সম্পাদক নূরুল কবীর, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সিনিয়র সাংবাদিক আমীর খসরু, মিজানুর রহমান খান, রুবাইয়াত ফেরদৌস প্রমুখ। শুরুতে গ্রামীণফোনের সহযোগিতায় নিয়মিত অনুষ্ঠান প্রচারিত হলেও বর্তমানে এ অনুষ্ঠান স্পন্সর করছে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল। চ্যানেল আই’র নিয়মিত আয়োজন ‘আজকের সংবাদপত্র’ প্রতিদিন রাত ১২টা ১ মিনিটে শুরু হয়ে চলে ১২টা ২০ মিনিট পর্যন্ত। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন কাজল ঘোষ। অনুষ্ঠানের যুগপূর্তিতে থাকছে বিশেষ আয়োজন। এতে অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক মতিউর রহমান চৌধুরী ছাড়াও অংশ নেবেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ ও রাজনৈতিক টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান। 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status