ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

রকমারি

৪.৮৭ ক্যারেটের হীরাকে কাঁচের টুকরো ভেবে ভুল করলেন মার্কিন নাগরিক

মানবজমিন ডিজিটাল

(৪ মাস আগে) ২৩ ডিসেম্বর ২০২৩, শনিবার, ১১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:১৭ অপরাহ্ন

ক্রেটার অফ ডায়মন্ডস স্টেট পার্কের কাছে ৪.৮৭-ক্যারেটের একটি হীরা খুঁজে পেয়েছেন এক মার্কিন নাগরিক। আরকানসাস ডিপার্টমেন্ট অফ পার্কস, হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম বলেছে ওই ব্যক্তি প্রথমে ভেবেছিলেন এটি বুঝি কোনো কাঁচের টুকরো। ইভান্স তার বান্ধবীর সাথে প্রথমবার ডায়মন্ডস স্টেট পার্কে গিয়েছিলেন। পার্কে ঢোকার ১০ মিনিটের মধ্যে তিনি একটি স্বচ্ছ কাঁচের টুকরো দেখতে পান। সেটি তুলে নিয়ে তিনি পকেটে রেখেছিলেন এবং পরে বাড়িতে নিয়ে যান। ইভান্স বলছেন, "আমি ভেবেছিলাম এটি একটি কাঁচের টুকরো। এটি খুব স্বচ্ছ ছিলো। আমি সত্যিই জানতাম না, এটি একটি হীরা।" ইভান্স আমেরিকার জেমোলজিক্যাল ইনস্টিটিউটে গিয়ে জানতে পারেন কাঁচের টুকরোটি আসলে ৪.৮৭ ক্যারেটের হীরা। অতীতেও এই পার্ক থেকে হীরা পাওয়া গেছে। যা শুনে ইভান্সের ছেলে তাকে ক্রেটার অফ ডায়মন্ডস স্টেট পার্কে যাবার অনুরোধ করেছিলো সহকারী পার্ক সুপারিনটেনডেন্ট ওয়েমন বলেন, "আমাকে অনেকেই মেইল করে জানান তারা এই পার্কে কিছু খুঁজে পেয়েছেন। কিন্তু এই প্রথম কেউ জিআইএ দ্বারা চিহ্নিত একটি হীরা পাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করেছেন। আমি আনন্দিত যে  ইভান্স তার ঐতিহাসিক হীরাটিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত করার জন্য পার্কে ফিরিয়ে এনেছেন।'' মাউমেলের কেভিন কিনার্ড একটি ৯.০৭-ক্যারেটের বাদামী হীরা আবিষ্কার করার পর থেকে ইভান্সের হীরাটি পার্কে নিবন্ধিত সবচেয়ে বড় হীরা। ইভান্সের হীরাটি দেখতে বেশ সুন্দর। এটি একটি উজ্জ্বল সাদা রঙের সম্পূর্ণ ক্রিস্টাল যা অতীতের সব হীরার উজ্জল্যকে ছাপিয়ে গেছে।

সূত্র : এনডিটিভি

পাঠকের মতামত

ক্ষ্যাপা পাথর ভেবে ছুড়ে ফেলে পরশ পাথর, ইভান্স কাঁচ ভেবে কুড়িয়ে নিল অমূল্য হীরা ৷

hasan
২২ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ১১:১৮ অপরাহ্ন

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com