ঢাকা, ১২ মে ২০২৪, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৪ জিলক্বদ ১৪৪৫ হিঃ

প্রবাস

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বৃটিশ সরকারের হস্তক্ষেপ কামনা করে যুক্তরাজ্য বিএনপি’র স্বারকলিপি

আরিফ মাহফুজ, লন্ডন থেকে

(৪ মাস আগে) ১২ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৫:২১ অপরাহ্ন

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বৃটিশ সরকারের হস্তক্ষেপ কামনা করে যুক্তরাজ্য বিএনপি’র পক্ষ থেকে বৃটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ১০ ডাউনিং  স্ট্রিটে স্মারকলিপি প্রদান করেছে যুক্তরাজ্য বিএনপি।  ১২ই ডিসেম্বর সোমবার  বিএনপির  চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক  ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ দলের পক্ষ থেকে  স্বারকলিপি হস্তান্তর করেন । 
বৃটিশ প্রধানমন্ত্রীর বরাবর দেয়া স্বারকলিপিতে ২০০৯ সাল থেকে রাষ্ট্র শাসনে আওয়ামী লীগ সরকারের সকল নেতিবাচক দিক তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়,  বৃটিশ বাংলাদেশিদের একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুক্তরাজ্য শাখার প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলিতে আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, চলমান মানবাধিকারের অবসানে সমর্থন করার জন্য আন্তরিকভাবে আপনাকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বৃটেন যে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছে, তার প্রশংসাও করা হয় স্মারকলিপিতে। 
এতে বলা হয়, আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং এর নাগরিকদের অধিকার রক্ষায় নৈতিক সমর্থন এবং কূটনৈতিক উদ্যোগ উভয়ের জন্য আপনার যোগ্য নেতৃত্বের কাছে আবেদন করছি।
 

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com