ঢাকা, ১২ মে ২০২৪, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৪ জিলক্বদ ১৪৪৫ হিঃ

প্রবাস

অবৈধ কর্মীদের ধরতেই মালদ্বীপে অভিযান শুরু

মালদ্বীপ প্রতিনিধি

(৫ মাস আগে) ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ২:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:১৭ অপরাহ্ন

মালদ্বীপে বসবাসরত  অবৈধ কর্মীদের  ধরতেই  মালদ্বীপ ইমিগ্রেশনের ধারাবাহিক অভিযান শুরু হতে যাচ্ছে । 
মালদ্বীপের অনলাইন ডেইলি সানের বরাতে,গত ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার ) এক বিবৃতিতে ইমিগ্রেশন জানিয়েছে, মালদ্বীপে অবৈধ অভিবাসীদের সমস্যার দ্রুত সমাধানে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। অভিযান চলাকালে প্রবাসীদের পরিচয় ও ভিসা যাচাই-বাছাই করা হবে।

ইমিগ্রেশন বলছেন, এই অপারেশনের আরেকটি উদ্দেশ্য হল নিয়োগকর্তা, সরকারী প্রতিষ্ঠান, বিদেশী দূতাবাস, সাধারণ জনগণ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। বিবৃতিতে জানানো হয়েছে, অভিবাসন আইন অমান্যকারী বিদেশিদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবে এবং বিদেশিদের আইনের আওতায় আনা হবে।

এই বিশেষ অভিযান চলাকালে, অভিবাসন আইন লঙ্ঘন করে মালদ্বীপে যারা কাজ করছেন এবং বৈধ পারমিট ছাড়া মালদ্বীপে বসবাস করছেন তাদের বিরুদ্ধে অভিবাসন আইন প্রয়োগ করা হবে।মালদ্বীপে বিপুল অভিবাসী রয়েছে, যাদের অনেকেই অনিবন্ধিত। এই অবৈধ শ্রমিকদের বেশিরভাগই  বাংলাদেশি এবং ইন্ডিয়ান বলে ধারণা করা হয়।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com